একনজরে

10/recent/ticker-posts

World Largest Countries জেনে নিন আয়তনে সবচেয়ে বড় পৃথিবীর ১৫টি দেশের নাম


খোশখবর ডেস্কঃ পৃথিবীর বিভিন্ন দেশের আয়তন বিভিন্ন রকম। এর মধ্যে কিছু দেশের আয়তন এমন যে তার পেটের ভেতর ঢুকে যেতে পারে আকারে বড় বড় বেশ কয়েকটি দেশ।

আরও পড়ুনঃ

এই তালিকা থেকে বলা যায় রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় দেশ।এর পরেই আছে কানাডা ও চিন। এশিয়া ও আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশও এই তালিকায় স্থান পেয়েছে। বিশাল ভৌগোলিক আয়তনের নিরিখে ভারত আছে ৭ নম্বরে।

Railways Super App SwaRail রেলের নতুন সুপার অ্যাপ ‘স্বরেল’, এক প্ল্যাটফর্মেই হাজারো তথ্য




ভূমির আয়তন অনুযায়ী পৃথিবীর ১৫টি বৃহত্তম দেশের তালিকাঃ

১. রাশিয়া – ১ কোটি ৭০ লাখ ৯৮ হাজার ২৪৬ বর্গকিলোমিটার
২. কানাডা – ৯৯ লাখ ৮৪ হাজার ৬৭০ বর্গকিলোমিটার
৩. চিন – ৯৫ লাখ ৯৬ হাজার ৯৬১ বর্গকিলোমিটার
৪. যুক্তরাষ্ট্র – ৯৩ লাখ ৬৯ হাজার ৫২৪ বর্গকিলোমিটার
৫. ব্রাজিল – ৮৫ লাখ ১৪ হাজার ৮৭৭ বর্গকিলোমিটার
৬. অস্ট্রেলিয়া – ৭৭ লাখ ৪১ হাজার ২২০ বর্গকিলোমিটার
৭. ভারত – ৩২ লাখ ৮৭ হাজার ২৬৩ বর্গকিলোমিটার
৮. আর্জেন্টিনা – ২৭ লাখ ৮০ হাজার ৪০০ বর্গকিলোমিটার
৯. কাজাখস্তান – ২৭ লাখ ১৯ হাজার ৫০০ বর্গকিলোমিটার
১০. আলজেরিয়া – ২৩ লাখ ৮১ হাজার ৭৪১ বর্গকিলোমিটার
১১. কঙ্গো প্রজাতন্ত্র – ২৩ লাখ ৪৪ হাজার ৮৫৮ বর্গকিলোমিটার
১২. সৌদি আরব – ২১ লাখ ৪৯ হাজার ৬৯০ বর্গকিলোমিটার
১৩. মেক্সিকো – ১৯ লাখ ৭৩ হাজার ৭৫০ বর্গকিলোমিটার
১৪. ইন্দোনেশিয়া – ১৯ লাখ ১০ হাজার ৯৩১ বর্গকিলোমিটার
১৫. সুদান – ১৮ লাখ ৮৬ হাজার ৬৮ বর্গকিলোমিটার

তথ্যসূত্রঃ ভিজুয়াল ক্যাপিটালিস্ট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code