একনজরে

10/recent/ticker-posts

Valentine’s Week ভ্যালেন্টাইনস ডে র আগে জানুন ‘ভালোবাসার সপ্তাহ’এর কোন দিনের কী মানে?

Valentine’s Week ভ্যালেন্টাইনস ডে র আগে জানুন ‘ভালোবাসার সপ্তাহ’এর কোন দিনের কী মানে?

খোশখবর ডেস্কঃ অনেককিছুর সঙ্গেই ফেব্রুয়ারি মাসে আসে ভালবাসার দিন বা ভ্যালেন্টাইনস ডে। ফেব্রুয়ারির ১৪ তারিখ বিশ্ব ভালোবাসা দিবস একথা তো সবারই জানা।কিন্তু এই ভালবাসার দিন কিন্তু একা আসেনা।এর পিছনে থাকে গোটা একটা সপ্তাহের গল্প।সেই সপ্তাহ শুরু হয় ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ থেকে।



ভালোবাসার সপ্তাহ (Valentine’s Week) হলো প্রেম ও ভালোবাসার উদযাপনের এক বিশেষ সময় যা ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলে। এই সপ্তাহে ভালোবাসা, স্নেহ এবং সম্পর্কের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ভালোবাসার সপ্তাহের দিনগুলোয় প্রেমিক-প্রেমিকা, পরিবার এবং বন্ধুদের মধ্যে উপহার, কার্ড, ফুল এবং চকোলেট আদান-প্রদানের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করা হয়। ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলা ভ্যালেন্টাইনস উইকের প্রতিদিনের একটি নির্দিষ্ট থিম থাকে।

আরও পড়ুনঃ

ভালোবাসার সপ্তাহের দিন ও তাদের থিম

 ৭ ফেব্রুয়ারি: রোজ ডে – প্রিয়জনকে ফুল দিয়ে ভালোবাসা প্রকাশের দিন।

৮ ফেব্রুয়ারি: প্রপোজ ডে – মনের মানুষকে প্রেমের প্রস্তাব দেওয়ার দিন।

৯ ফেব্রুয়ারি: চকোলেট ডে –  চকোলেট দিয়ে সম্পর্ক মিষ্টি করার দিন।

১০ ফেব্রুয়ারি: টেডি ডে – ভালোবাসার প্রতীক, টেডি বিয়ার উপহারের  দিন।

১১ ফেব্রুয়ারি: প্রমিস ডে – সম্পর্কের প্রতি অঙ্গীকার করার দিন।

১২ ফেব্রুয়ারি: হাগ ডে – ভালোবাসার মানুষকে আলিঙ্গন করার দিন।

১৩ ফেব্রুয়ারি: কিস ডে – ভালোবাসার প্রকাশ হিসেবে চুম্বনের দিন।

 ১৪ ফেব্রুয়ারি: ভ্যালেন্টাইনস ডে – প্রেমিক-প্রেমিকাদের জন্য একে অপরের  প্রতি ভালোবাসা প্রকাশের দিন।

Valentine’s Week ভ্যালেন্টাইনস ডে র আগে জানুন ‘ভালোবাসার সপ্তাহ’এর কোন দিনের কী মানে?

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code