একনজরে

10/recent/ticker-posts

Brain Just Before We Die মৃত্যুর ঠিক আগে মস্তিষ্কে কী ঘটে, রহস্য সমাধানের পথে বিজ্ঞানীরা!

Brain Just Before We Die মৃত্যুর ঠিক আগে মস্তিষ্কে কী ঘটে, রহস্য সমাধানের পথে বিজ্ঞানীরা!

খোশখবর ডেস্কঃ মানুষের জীবনের মত তার মৃত্যুও এক রহস্যের। তবে সব মরণ নয় সমান। মৃত্যুর ঠিক আগে মানুষের মস্তিষ্কে কী ঘটে, সেই রহস্য নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। এবার সমাধানের দিকে এক ধাপ এগিয়েছেন বিজ্ঞানীরা। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, মৃত্যুর কয়েক মুহূর্ত আগে মস্তিষ্কে একটি বিশেষ ধরনের কার্যকলাপ বৃদ্ধি পায়, যা সম্ভবত চূড়ান্ত মুহূর্তে মানুষের চেতনা বা সচেতনতার সঙ্গে সম্পর্কিত। এই গবেষণাটি মৃত্যু প্রক্রিয়া এবং মস্তিষ্কের কার্যকারিতা সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে।

আরও পড়ুনঃ

"ফ্রন্টিয়ার্স ইন এজিং নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত" এনহ্যান্সড ইন্টারপ্লে অফ নিউরোনাল কোহেরেন্স অ্যান্ড কাপলিং ইন দ্য ডাইং হিউম্যান ব্রেন" শীর্ষক এই গবেষণায় মৃত্যুর সময় এবং পরে উভয় ক্ষেত্রেই মস্তিষ্কের কার্যকলাপ ধরা পড়েছে। 





গবেষকরা ইঁদুরের উপর পরীক্ষা চালিয়ে দেখেছেন যে, হৃদস্পন্দন বন্ধ হওয়ার পরও মস্তিষ্কের কিছু অংশ সক্রিয় থাকে এবং গামা তরঙ্গের মতো উচ্চ-ফ্রিকোয়েন্সি মস্তিষ্ক তরঙ্গ বৃদ্ধি পায়। এই তরঙ্গগুলি সাধারণত চেতনা, স্বপ্ন দেখা এবং তথ্য প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত। এই পর্যবেক্ষণ থেকে বিজ্ঞানীরা অনুমান করছেন যে, মৃত্যুর ঠিক আগে মানুষের মস্তিষ্কে অনুরূপ কার্যকলাপ ঘটতে পারে, যা শেষ মুহূর্তে একটি স্বপ্নের মতো অভিজ্ঞতা বা জীবন ফ্ল্যাশব্যাকের অনুভূতি দিতে পারে।

Coldest place on Earth পৃথিবীর শীতলতম স্থানটি কোথায়? সেখানকার তাপমাত্রা  জানলে চমকে যাবেন!



Brain Just Before We Die মৃত্যুর ঠিক আগে মস্তিষ্কে কী ঘটে, রহস্য সমাধানের পথে বিজ্ঞানীরা!

এই গবেষণা মৃত্যু প্রক্রিয়া সম্পর্কে আমাদের বোঝাপড়াকে আরও গভীর করতে সাহায্য করতে পারে এবং ভবিষ্যতে মৃত্যু-পরবর্তী চিকিৎসা বা পুনরুজ্জীবন পদ্ধতিতে নতুন দিক নির্দেশ দিতে পারে। তবে, এটা বলাই যায় যে গোটা গবেষনা এবং সেসব ফলাফল এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং মানুষের উপর আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

তথ্যঃ ndtv.com/science 

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code