খোশখবর ডেস্কঃ পরিবেশ দিবস থেকে শুরু করে ম্যান্ডেলা দিবস, প্রায় প্রতিদিনই বিশ্বজুড়ে পালিত হয় নানা ভাবনার দিবস।এর মধ্যে বেশ কিছু দিবস পালন করে রাষ্ট্রসঙ্ঘ।১৯৪৫ সালে ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠার অনেক আগে থেকেই এই ঐতিহ্য শুরু হয়েছিল।ধীরে ধীরে এর বিভিন্ন সংস্থা এবং সদস্য দেশ এই দিবস পালনকে একটি শক্তিশালী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা শুরু করে।রাষ্ট্রসঙ্ঘ আন্তর্জাতিক দিবসগুলিকে সাধারণ জনগণকে শিক্ষিত করার বা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন বা ব্যক্তিত্বকে চেনানোর দিন বা উপলক্ষ হিসেবে দেখে।যেমন প্রতি বছর ১৮ জুলাই পালিত হয়, নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস।
দিনগুলো বেছে নেওয়া হয় কীভাবে?
এই মুহূর্তে, রাষ্ট্রসঙ্ঘ ২১৮টি আন্তর্জাতিক দিবস পালন করে।দিবস পালনের প্রথম নামগুলির মধ্যে ছিল রাষ্ট্রসঙ্ঘ দিবস। ১৯৪৭ সালে সাধারণ পরিষদের ঘোষণাপত্র থেকেই উঠে আসে ২৪ অক্টোবরকে ‘রাষ্ট্রসঙ্ঘ দিবস’ হিসেবে পালন করার ভাবনা – এটি হল রাষ্ট্রসঙ্ঘের প্রতিষ্ঠাতা সনদ গ্রহণের বার্ষিকী।সেই থেকে, ইউনাইটেড নেশনসের সদস্য রাষ্ট্রগুলি ২০০ টিরও বেশি নামকরণের প্রস্তাব করেছে। সাধারণ পরিষদে এই খসড়া প্রস্তাব উপস্থাপন করা হয় যাতে ১৯৩টি দেশের প্রতিনিধিত্বকারী সমগ্র সদস্য দেশ ভোট দিতে পারে।প্রতিটি দিনের পিছনের কারণ তুলে ধরে প্রস্তাবের পক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোট মিললে তা গৃহীত হয়।
নামের প্রস্তাবে মনোনয়ন দেয় কারা?
২০২৪ সালে সর্বশেষ বিশ্ব দিবস ঘোষণায় আছে ‘বিশ্ব ফুটবল দিবস’। ২০২৪ সাল ছিল ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ১০০ তম বার্ষিকী, যেখানে প্যারিসে অনুষ্ঠিত ১৯২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের অংশ হিসেবে সমস্ত অঞ্চলের প্রতিনিধিত্ব ছিল – তাই সর্বসম্মতিক্রমে ২৫ মে বিশ্ব ফুটবল দিবস ঘোষণার একটি প্রস্তাব গৃহীত হয়।রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরে উদযাপন শুরু হয়, যেখানে সদস্য রাষ্ট্রগুলি এই উপলক্ষে একটি বিশেষ সভা করে।
আরও পড়ুনঃ
কখনও কখনও ব্যতিক্রমও দেখা যায়।১৯৭১ সালে, তৎকালীন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব উ থান্ট ২২ এপ্রিলকে বিশ্বের প্রথম পৃথিবী দিবস হিসেবে ঘোষণা করেন।কিন্তু, বিশ্বব্যাপী পরিবেশ দিবস ঘোষণা করতে সাধারণ পরিষদের ৩৮ বছর সময় লেগেছিল।২০০৯ সালে, সদস্য রাষ্ট্রগুলি ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে মনোনীত করে।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ