একনজরে

10/recent/ticker-posts

Trump lookalike Saleem Bagga একদম ট্রাম্পের মতো দেখতে,পাকিস্তানে সেলিম বাগ্গাকে দেখতে ভিড়

Trump lookalike Saleem Bagga একদম ট্রাম্পের মতো দেখতে,পাকিস্তানে সেলিম বাগ্গাকে দেখতে ভিড়

খোশখবর ডেস্কঃ কী আশ্চর্য, এ যে ডোনাল্ড ট্রাম্প! রাস্তার ধারে ঠেলা গাড়ি নিয়ে দাড়িয়ে ক্ষীর বিক্রি করছেন। ব্যাপারটা কী? সত্যিই অবাক হয়ে যাওয়ার মত ঘটনা। তবে ইনি তিনি নন। ইনি ট্রাম্পের মতো দেখতে পাকিস্তানের এক পুডিং বিক্রেতা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শাহিওয়ালে অনেকটা ট্রাম্পের মতো দেখতে পুডিংওয়ালা সেলিম বাগ্গাকে নিয়ে রীতিমত হইচই। পাকিস্তানের পূর্ব পাঞ্জাব প্রদেশের সেই ব্যস্ত বাজারে আসা-যাওয়া করা স্থানীয়রা বলছেন যে ওই খাবার বিক্রেতার সঙ্গে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের অদ্ভুত মিল রয়েছে।অ্যালবিনিজমের কারণে তাঁর গায়ের রং একেবারে সাদা,চুল সোনালী।

আরও পড়ুনঃ







৫৩ বছর বয়সী বাগ্গা তার রঙিন কাঠের গাড়ি রাস্তায় ঠেলে ঠেলে এনে বাজারে ক্ষীর বিক্রি করেন। ট্রাম্পের মতো দেখতে হওয়ার কারণে বাগ্গা স্থানীয় এলাকায় ব্যাপক জনপ্রিয়। তাঁর ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।সকলেই চাইছেন তাঁর সঙ্গে সেলফি তুলতে। রিল,সর্টস বানানোর আবদারও কম নেই। টিভি ক্যামেরা, খবরের কাগজ ওয়ালাদের পাশাপাশি আশপাশে ভির ইউটিউবারদেরও। তাঁর সঙ্গে ছবি তুলে অনেকেই লিখে দিচ্ছেন - ট্রাম্পের সঙ্গে ছবি তুলেছি।

Trump lookalike Saleem Bagga একদম ট্রাম্পের মতো দেখতে,পাকিস্তানে সেলিম বাগ্গাকে দেখতে ভিড়

তবে বাগ্গাও ব্যাপারটা এনজয় করছেন বেশ।এরকম নকল ট্রাম্প সাহেব হওয়ার কারণে তাঁর ব্যবসাও বেড়েছে প্রচুর।এই শীতের সময় তিনি ট্রাম্পের মত কালো কোটও গায়ে চড়িয়ে ফেলেছেন। দিব্যি ট্রাম্প ট্রাম্প ব্যাপার।যখন ভিড় জমে যায় সুর করে গান ধরে ক্ষীর বিক্রি করেন, যার বাংলা হল – “এখন তুমি আমার কাছে এসো আমার প্রিয়, দেরি করো না, আমার চোখ অপেক্ষা করতে করতে ক্লান্ত।”



তবে বাজার জুড়ে, পাড়ায় এবং এমনকি গোটা সাহিওয়াল জেলায় তাঁকে ঘিরে এমন উন্মাদনা বেশ উপভোগ করছেন সেলিম বাগ্গা।টিভি ক্যামেরার সামনে বাইট দিতে গিয়ে তাঁর একটাই কথা, "আমার মুখ ডোনাল্ড ট্রাম্পের মতো, তাই লোকেরা আমার সঙ্গে সেলফি তোলে ... আমার খুব ভালো লাগছে।"

Trump lookalike Saleem Bagga একদম ট্রাম্পের মতো দেখতে,পাকিস্তানে সেলিম বাগ্গাকে দেখতে ভিড়

একটু আগ বাড়িয়ে তিনি নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট সাহেবকে সেদেশে যাওয়ার প্রার্থনাও জানিয়েছেন। আমন্ত্রণ জানাতে তাঁর বার্তা - " ডোনাল্ড ট্রাম্প সাহেব (স্যার), আপনি নির্বাচনে জিতেছেন, একবার এখানে আসুন এবং আমার ক্ষীর খান, আপনি সত্যিই এটি উপভোগ করবেন।"

তথ্যঃ dawn.com 



[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code