একনজরে

10/recent/ticker-posts

Padma Awards 2025 announced ২০২৫ সলের পদ্মসম্মান পেলেন কারা? দেখে নিন তালিকা

Padma Awards 2025 announced ২০২৫ সলের পদ্মসম্মান পেলেন কারা? দেখে নিন তালিকা

খোশখবর ডেস্কঃ শনিবার সাধারণতন্ত্র দিবসের আগের দিন প্রথা মেনেই এ বছরের পদ্মসম্মান প্রাপকদের নাম ঘোষণা করে দিল কেন্দ্র সরকার। ২০২৫ সলে মোট ১৩৯ জনকে পদ্মসম্মান দেওয়া হচ্ছে।এর মধ্যে পদ্মবিভূষণ পাচ্ছেন ৭ জন, ১৯ জন পাচ্ছেন পদ্মভূষণ এবং পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে ১১৩ জনকে। এবারের পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী সম্মান প্রাপকদের তালিকায় রয়েছে একাধিক বিখ্যাত বাঙালির নাম।

দেখে নিন ২০২৫ সালের পদ্ম সম্মান প্রাপকদের তালিকা
সেই তালিকায় আছেন গায়ক অরিজিৎ সিং, অভিনেত্রী মমতা শঙ্কর, সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, কার্তিক মহারাজ, ব্যবসায়ী সজ্জন ভজংকা, ব্যবসায়ী পবন গোয়েঙ্কা। রয়েছেন সাহিত্যিক নগেন্দ্র নাথ রায়, ঢাকি গোকুল চন্দ্র দাস, সমাজকর্মী বিনায়ক লোহানি।



শিল্প, সমাজসেবা, জনসেবা, বিজ্ঞান, ইঞ্জিনায়িরিং, বাণিজ্য, শিল্প, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া এবং সিভিল সার্ভিসের নানা ক্ষেত্রে এই সম্মান দেওয়া হয়৷ এবার মরোণোত্তর পদ্ম সম্মান দেওয়া হয়েছে বহু ব্যক্তিত্বকে।মরণোত্তর পদ্মবিভূষণ পেয়েছেন সাহিত্য ও শিক্ষা জগতের এমটি বাসুদেবন নায়ার, গাড়ি ইন্ডাস্ট্রির জগতের সুজুকি মোটর্সের সিইও ওসমাউ সুজুকি, বিহারের প্রখ্যাত গায়ক শারদা সিনহা। মরণোত্তর পদ্মভূষণ পেয়েছেন অর্থনীতিবিদ বিবেক দেবরায়, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মনোহর যোশী, সঙ্গীত শিল্পী, পঙ্কজ উদাস, বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী।

আরও পড়ুনঃ

পদ্মশ্রী পাচ্ছেন, হরিয়ানার ‘কাঠিয়ালের একলব্য’ নামে পরিচিত দিব্যাঙ্গ তীরন্দাজ হরবিন্দর সিং। এছাড়াও আধ্যাত্মিক সঙ্গীতের গায়ক ভেরু সিং চৌহান, সাংবাদিক ভীম সিং ভবেশ, ঔপন্যাসিক জগদীশ যোশিলা, কুয়েতের যোগ বিশেষজ্ঞ এ জে এ আই সাবা-ও আছেন এই পদ্মশ্রী প্রাপকদের তালিকায়।ফিল্ম পরিচালক শেখর কাপুর পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন।






[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code