একনজরে

10/recent/ticker-posts

ISRO's 100th rocket mission ১০০তম রকেট মিশন, ইতিহাস গড়ল ইসরো

ISRO's 100th rocket mission ১০০তম রকেট মিশন, ইতিহাস গড়ল ইসরো

খোশখবর ডেস্কঃ বুধবার ভোরেই ইতিহাস গড়ে ফেলল ইসরো।অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সকাল ৬ টা ২৩ মিনিটে সফলভাবে উৎক্ষেপণ করা হল এনভিএস-০২ (NVS-02 ) নেভিগেশন স্যাটেলাইট। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চপ্যাড থেকে জিএসএলভি এফ ১৫-র (জিয়োসিঙ্ক্রোনাইস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল)- এর সাহায্যে মহাকাশে পাঠানো হয় এই কৃত্রিম উপগ্রহকে।এনডিটিভি ডট কম এই তথ্য দিয়েছে।এই উৎক্ষেপণ ISRO-র ইতিহাসে ১০০তম রকেট মিশন হিসেবে চিহ্নিত হয়ে থাকল। উৎক্ষেপণের পর নির্দিষ্ট কক্ষপথে সেই স্যাটেলাইট প্রতিস্থাপন করা হয়েছে বলে ইসরোর তরফে জানানো হয়েছে।


সম্প্রতি ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ভি নারায়ণন।সে ক্ষেত্রে চেয়ারম্যান হিসেবে এটি তাঁর প্রথম মিশন। পাশাপাশি ২০২৫ সালে ISRO-র এটি প্রথম উদ্যোগ।ইসরো প্রথম উৎক্ষেপণ করেছিল ১৯৭৯ সালের ১০ অগস্ট। সেইসময় ভারতীয় মহাকাশ সংস্থায় ওই মিশনের অধিকর্তা ছিলেন পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম।সেইসময় স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ৩-তে (এসএলভি-৩ ই১০)এর সাহায্যে পরীক্ষামূলকভাবে রোহিণী টেকনোলজি পে-লোডের উৎক্ষেপণ করা হয়েছিল।প্রায় ৪৬ বছর পর ১০০তম উৎক্ষেপণে সামিল হল ইসরো। ১০০তম মিশনের নেতৃত্বে থাকা ইসরোর নয়া চেয়ারম্যান ভি নায়ায়ণন এই মুহূর্তকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করার পাশাপাশি গোটা দল যৌথ ভাবে কাজ করাতেই এই সাফল্য বলে উল্লেখ করেছেন।

Brighter Than Sun সূর্যের চেয়ে কোটি  কোটি গুণ উজ্জ্বল, মহাবিশ্বে সবচেয়ে ঝলমলে বস্তুর খোঁজ


ISRO's 100th rocket mission ১০০তম রকেট মিশন, ইতিহাস গড়ল ইসরো

১০০তম মিশনের জন্য ইসরোর মহাকাশ বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং।ভারতে জিপিএস-এর মতো নেভিগেশন সুবিধা উন্নত করার জন্যেই এই স্যাটেলাইট ডিজাইন করা হয়েছে।ভূমি, আকাশ এবং গভীর সমুদ্রেও সাহায্য করবে এই এনভিএস-০২ নেভিগেশন স্যাটেলাইট।কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এলাকা এই স্যাটেলাইটের আওতায় থাকবে বলে জানানো হয়েছে ইসরোর তরফে।
তথ্যঃ ndtv.com 

 পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code