খোশখবর ডেস্কঃ এই মুহূর্তে ভারতের শিরোনামে থাকা কন্ঠশিল্পীদের মধ্যে রয়েছে অরিজিৎ সি, সোনু নিগম, শ্রেয়া ঘোষাল সুনিধি চৌহানের মতো তারকারা।আন্তর্জাতিক ক্ষেত্রেও বিপুল শ্রোতা রয়েছে তাঁদের।এই তারকা শিল্পীদের পারিশ্রমিকও আকাশছোঁয়া।হিন্দুস্থান টাইমস ডট কম তাঁদের রিপোর্টে জানাচ্ছে যে 'ফুল-টাইম' গায়কদের মধ্যে, শ্রেয়া ঘোষাল ভারতে সর্বোচ্চ পারিশ্রমিক পান।
আরও পড়ুনঃ
৪০ বছর বয়সী শিল্পী শ্রেয়া ঘোষাল তার রেকর্ড করা গান প্রতি পারিশ্রমিক নেন ২৫ লক্ষ টাকা।এর পরেই আছেন সুনিধি চৌহান, অরিজিৎ সিংয়ের মত শিল্পী যারা গান প্রতি পারিশ্রমিক নেন ১৮ থেকে ২০ লক্ষ টাকা।
তবে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়ক হিসেবে ১ নম্বরে রয়েছেন এ আর রহমান।একাধিক রিপোর্ট অনুসারে, ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ ব্যক্তিদের দ্বারা নিশ্চিত করা যে রহমান তার কণ্ঠ দেওয়া প্রতিটি গানের জন্য ৩ কোটি টাকা পর্যন্ত অর্থ নেন – যা ভারতের অন্য কোনও গায়কের তুলনায় ১২-১৫ গুণ বেশি।
আরও পড়ুনঃ
তবে একথা ঠিক যে এ আর রহমান বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়ক হলেও তিনি 'ফুল-টাইম' সিঙ্গার নন। প্রায় সবসময় শুধুমাত্র নিজের গানই গান,তিনি তার রচনায় ফোকাস করতে চান।কিন্তু যখনই তিনি অন্য কারও রচনায় কণ্ঠ দেন, প্রযোজককের কাছে থেকে এই প্রিমিয়াম পারিশ্রমিক নেন।
তথ্যঃ hindustantimes.com
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ