খোশখবর ডেস্কঃ আশ্চর্য এই পৃথিবীর ব্যাপারস্যাপার।এখানে কেউ দিনের পর দিন মাসে সামান্য টাকাও মাইনেই পান না আবার এক এক জন এত বেতন পায় যে আপনি গুনেই শেষ করতে পারবেন না।যেমন ভারতীয় বংশোদ্ভূত সিইও জগদীপ সিং। বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী হিসেবে বছরে তিনি পান ১৭,৫০০ কোটি টাকা।এক দিনের হিসেব করলে এই মাইনের অঙ্ক হল ৪৮ কোটি টাকা- যা কল্পনা করাও বেশ কঠিন।এই তথ্য দিয়েছে ইয়োর স্টোরি ডট কম।
গুগলের সিইও সুন্দর পিচাই বছরে বেতন পান ১,৬৬৩ কোটি টাকা।অন্যান্য ভাতা সহ তাঁর মোট আয়ের পরিমাণ ১,৮৫৪ কোটি টাকা, যা প্রতিদিন প্রায় ৫ কোটি টাকার সমান।অন্যদিকে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার মোট বার্ষিক বেতন প্রায় ৭৯.১ মিলিয়ন ডলার বা ৬৬৫ কোটি টাকা।এখানেই বোঝা যাচ্ছে যে জগদীপ সিংএর বেতন কতটা আকাশছোঁয়া।
গুগলের সিইও সুন্দর পিচাই বছরে বেতন পান ১,৬৬৩ কোটি টাকা।অন্যান্য ভাতা সহ তাঁর মোট আয়ের পরিমাণ ১,৮৫৪ কোটি টাকা, যা প্রতিদিন প্রায় ৫ কোটি টাকার সমান।অন্যদিকে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার মোট বার্ষিক বেতন প্রায় ৭৯.১ মিলিয়ন ডলার বা ৬৬৫ কোটি টাকা।এখানেই বোঝা যাচ্ছে যে জগদীপ সিংএর বেতন কতটা আকাশছোঁয়া।
কিন্তু কে এই জগদীপ সিং? কেনই বা এত বেতন তাঁর? জগদীপ এক জন ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা এবং আমেরিকার সংস্থা ‘কোয়ান্টামস্কেপ’-এর প্রতিষ্ঠাতা। কিন্তু কোয়ান্টামস্কেপ কী? কী তৈরি করে জগদীপের সংস্থা? ‘কোয়ান্টামস্কেপ’ সংস্থা আসলে বৈদ্যুতিক গাড়ি (ইভি)-র ব্যাটারি তৈরি করে।আর মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক জগদীপ সিং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে থেকে এমবিএ করেছেন। প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্যোক্তা হওয়ার পথে সিং-এর যাত্রা রীতিমত আলোকযাত্রা। কোয়ান্টামস্কেপ প্রতিষ্ঠার আগে, তিনি এইচপি এবং সান মাইক্রোসিস্টেমের মতো টেক জায়ান্টগুলিতে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছিলেন। তার উদ্যোক্তা হওয়ার যাত্রা শুরু ১৯৯২ সালে AirSoft প্রতিষ্ঠার মাধ্যমে ২০১০ সালে QuantumScape প্রতিষ্ঠা করেন তিনি। ২০১২ সাল থেকে ফোক্সভাগেনের সঙ্গে কাজ করা শুরু করে কোয়ান্টামস্কেপ।
এই সংস্থাতেই প্রতিষ্ঠাতা সিইও হিসেবে এই বিপুল পরিমাণ বেতন পেতেন জগদীপ সিং।যদিও সংস্থার রূপান্তর ও ভবিষ্যত উদ্যোগকে সফল করতে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে QuantumScape-এর সিইও পদ থেকে পদত্যাগ করেন তিনি।নেতৃত্বের দায়িত্ব দেন শিবা শিবরামকে।তবুও বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুসারে ‘বিশ্বের সবচেয়ে বেশি’ বেতনের কর্মী হওয়ার পাশাপাশি তিনি সবচেয়ে বেশি বেতন পাওয়া সিইও-ও ছিলেন৷
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ