খোশখবর ডেস্কঃ কথায় বলে সময় পরিবর্তনশীল, আর এই পরিবর্তনের সময়েই ৮৩ বছর বয়সী কিংবদন্তী সঙ্গীতশিল্পী বব ডিলান যোগ দিলেন জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ ‘টিকটক’-এ।এই খবর দিয়েছে বিলবোর্ড ডট কম।গত মঙ্গলবার টিকটকে প্রথম ভিডিও পোস্ট করেছেন এই সংগীত তারকা।আর খুব স্বাভাবিক ভাবেই প্রথম ভিডিও প্রকাশের পরই টিকটকে বব ডিলানের ফলোয়ার হু হু করে বাড়ছে। যা প্রায় ২৫ হাজার ছাড়িয়ে গেছে।
আরও পড়ুনঃ
১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে ভিডিও শেয়ারিং অ্যাপটি।আমেরিকান সরকার টিকটকের চিনা মালিকানা নিয়ে চিন্তার পাশাপাশি নিরাপত্তা বিষয়ক প্রশ্ন ওঠাতেই টিকটক নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছে।যা পরিস্থিতি তাতে বাইটড্যান্সকে তাদের অ্যাপ বিক্রি করতে হবে অথবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিষিদ্ধ হয়ে পাততাড়ি গোটাতে হবে।
রবিবার (১৯ জানুয়ারী) সেই নিষেধাজ্ঞার চুড়ান্ত সময় উপস্থিত। টিকটকের সম্ভাব্য ক্রেতা হিসেবে ইলন মাস্কের নামও উঠে আসছে। আর ডিলান মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক-এর সম্ভাব্য নিষেধাজ্ঞার মাত্র কয়েকদিন বাকি থাকতেই জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপটিতে যোগ দিয়েছেন।
এমন পরিস্থিতিতে একজন ব্যবহারকারী লিখেছেন, "বব ডিলান টিকটক বাঁচান।" অন্য এক ডিলান ফ্যান লিখেছেন "টিকটক স্বর্গের দরজায় কড়া নাড়ছে"।টিকটকের এমন পরিস্থিতিতে অনেকে বাধ্য হয়ে টিকটকের বদলে আরেক চিনা অ্যাপ ‘রেড নোট’ -এ খাতা খুলছেন।কেউ কেউ বব ডিলানকেও রেড নোটে অ্যাকাউন্ট খোলার পরামর্শ দিয়েছেন
তথ্যঃ ca.billboard.com/ প্রথম আলো
তথ্যঃ ca.billboard.com/ প্রথম আলো
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ