খোশখবর ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে ডিপসিক।চ্যাটজিপিটি, জেমিনি, ক্লডের মতো বিভিন্ন এআই মডেলকে পেছনে ফেলে এগিয়ে চলেছে চিনের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি চিনের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘ডিপসিক-আর ১’।বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যকেই হুমকির মুখে ফেলে দিয়েছে জিনপিংয়ের দেশ চিন।
আরও পড়ুনঃ
ডিপসিক আসলে কী?
ডিপসিক মূলত উন্নত এআই মডেল প্রস্তুতকারক একটি সংস্থা।এই চিনা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কোম্পানির প্রতিষ্ঠা হয়েছিল ২০২৩ সালের দক্ষিণ-পূর্ব চিনের শহর হাংঝুতে। গবেষণাগারটি প্রতিষ্ঠা করেন লিয়াং ওয়েনফেং। তাদের জনপ্রিয় এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপ মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয় এই বছরেরই ১০ জানুয়ারি।ওপেন-সোর্সভিত্তিক এআই মডেলটির চ্যাটবট অ্যাপ অ্যাপলের অ্যাপ স্টোরে আসার পরপরই আমেরিকা, ব্রিটেন, চিনসহ বেশ কয়েকটি দেশে চ্যাটজিপিটির তুলনায় অনেক বেশিবার নামানো হয়েছে। আর তাতেই প্রমাদ গুনছে কৃত্রিম বুদ্ধিমত্তার কারবারিরা। ডিপসিক সিলিকন ভ্যালি সহ এআই দুনিয়াকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি ফেলে দিয়েছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকেরা।
ডিপসিক কতটা চ্যালেঞ্জের?
আমেরিকায় তৈরি হওয়া এআই অ্যাপগুলো বানাতে যে খরচ হয়েছে তার চেয়ে অনেক কম খরচ হয়েছে ডিপসিক তৈরিতে।মার্কিন অ্যাপগুলোয় ব্যবহার করা হয়েছে এনভিডিয়ার চিপ যা বেশ খরচসাপেক্ষ। ডিপসিক তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল এর জন্য এনভিডিয়ার তুলনায় অনেক কম দামী ও কম জটিল প্রযুক্তি ব্যবহার করে।এখানেই ধাক্কা খেয়েছে সিলিকন ভ্যালির মার্কিন এআই অ্যাপগুলোর।প্রশ্ন উঠেছে এআইয়ের বাজারে যুক্তরাষ্ট্রের আধিপত্যের টিকে থাকা নিয়ে।
ডিপসিকের জেরে ধাক্কা, কেন?
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুসারে চিনা ডিপসিকের ধাক্কায় একদিনে ৫০ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে এনভিডিয়ার।মার্কিন সংস্থা এনভিডিয়াকে এআই বিপ্লবের প্রাণ ভোমরা বলা হয়। 'ডিপসিক-আর১' নামে চিনা স্টার্ট-আপ ডিপসিক কৃত্রিম বুদ্ধিমত্তার যে মডেল নিয়ে এসেছে, তার জেরে নিউ ইয়র্কে ১৭ শতাংশ পতনের মুখে পড়েছে মার্কিন সংস্থা।বিখ্যাত এই সংস্থার বাজারমূল্য ৫৮৯ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৫০ লাখ কোটি টাকার বেশি) কমে গিয়েছে, যা একদিনে সর্বোচ্চ। মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট স্বয়ং। এইচটির প্রতিবেদন অনুসারে, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সস্তার চিনা এআই মডেল ডিপসিক বাজারে যে ঝড় তুলেছে, তা দেখে মার্কিন সংস্থাগুলির ঘুম ভাঙা উচিত।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুসারে চিনা ডিপসিকের ধাক্কায় একদিনে ৫০ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে এনভিডিয়ার।মার্কিন সংস্থা এনভিডিয়াকে এআই বিপ্লবের প্রাণ ভোমরা বলা হয়। 'ডিপসিক-আর১' নামে চিনা স্টার্ট-আপ ডিপসিক কৃত্রিম বুদ্ধিমত্তার যে মডেল নিয়ে এসেছে, তার জেরে নিউ ইয়র্কে ১৭ শতাংশ পতনের মুখে পড়েছে মার্কিন সংস্থা।বিখ্যাত এই সংস্থার বাজারমূল্য ৫৮৯ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৫০ লাখ কোটি টাকার বেশি) কমে গিয়েছে, যা একদিনে সর্বোচ্চ। মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট স্বয়ং। এইচটির প্রতিবেদন অনুসারে, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সস্তার চিনা এআই মডেল ডিপসিক বাজারে যে ঝড় তুলেছে, তা দেখে মার্কিন সংস্থাগুলির ঘুম ভাঙা উচিত।
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ