খোশখবর ডেস্কঃ ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালে টাইম ম্যাগাজিনের বিচারে "Person of the Year" হিসেবে মনোনীত হয়েছিলেন। এবার ফের এই খেতাব পেলেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নব নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প।টাইমের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস তাঁর লেখায় জানিয়েছেন যে ঐতিহাসিকভাবে প্রত্যাবর্তন, এক প্রজন্মে দেখা মেলে এমন রাজনৈতিক পুনর্গঠন চালানো, মার্কিন প্রেসিডেন্টের পদটিকে নতুনভাবে চেনানো এবং বিশ্বে আমেরিকার ভূমিকা পরিবর্তন করার জন্য ট্রাম্পকে টাইমের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত করা হয়েছে।
আরও পড়ুনঃ
এর আগে ২০২০ সালে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘পারসন অব দ্য ইয়ার’ মনোনীত করেছিল টাইম। গত বছর ২০২৩ সালে সেই খেতাব পেয়েছিলেন পপতারকা টেলর সুইফট। ট্রাম্পকে এবার বেছে নেওয়ার পিছনে রয়েছে তাঁর দুরন্ত ‘রাজনৈতিক কামব্যাক’। মার্কিন ইতিহাসে এমন প্রত্যাবর্তন নজিরবিহীন বলেই দাবি পত্রিকার।টাইম ম্যাগাজিন প্রতি বছর এমন একজন ব্যক্তিকে এই সম্মান দেয়, যিনি বছরজুড়ে বিশ্বব্যাপী উল্লেখযোগ্য প্রভাব ফেলেছেন। ট্রাম্পের এই মনোনয়ন রাজনৈতিকভাবে বিতর্কিত হলেও ম্যাগাজিনটি বর্ষসেরা ব্যক্তির নির্বাচনকে সবসময় ইতিবাচক অর্থে নয়, বরং প্রভাবের বিচারে মূল্যায়ন করে।
প্রেসিডেন্ট থাকার পর পরাজিত হয়ে পরের নির্বাচনে ফের জয়। মার্কিন নির্বাচনের ইতিহাসে এ ঘটনা প্রায় বিরল। ছটি কর্পোরেট দেউলিয়া হওয়া এবং একাধিক ফৌজদারি মামলার সম্মুখীন হওয়া সত্ত্বেও, তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছেন।১৯২৭ সাল থেকে ‘পার্সন অব দ্য ইয়ার’ নাম প্রকাশ করছে টাইম ম্যাগাজিন।আগামী ২০ জানুয়ারী রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। তাঁর আগে টাইমের পক্ষ থেকে পেলেন এই সম্মান।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ