[ ভারতে সর্বকালের সবচেয়ে বড় ওপেনিং গড়েছে সুকুমার-আল্লু অর্জুনের 'পুষ্পা ২: দ্য রুল'।প্রথম দিনেই সংগ্রহ ছিল প্রায় ১৬০ কোটি। ৩য় দিনেই বিশ্বব্যাপী আয়ে পৌঁছে গেছে ৬২১ কোটি টাকায়।ফিল্ম ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে ৪র্থ দিনে মোট আয় ৮০০ কোটি।অর্থাৎ ১০০০ কোটি আয় শুধু সময়ের অপেক্ষা মাত্র।] তথ্যঃ livemint.com
না ব্রেকিং, না মেকিং, না ফেকিং। বিচিত্র এই পৃথিবীর বিপুল জ্ঞান সমুদ্র থেকে কণা সম তুলে পরিবেশনের চেষ্টাই এই ব্লগ সাইট। সচেতন ভাবে কোনও উদ্দেশ্যমুলক ভুল তথ্য বা কুসংস্কার প্রচার করবে না এই পেজ। প্রায় সব তথ্যেরই মিলবে উৎসের খোঁজ। আমরা বিশ্বাস করি জ্ঞানের কোনও কপিরাইট হয় না। তবুও তথ্যের ব্যবহার নিয়ে কোনও লেখক বা প্রকাশকের কোনও আপত্তি থাকলে সঙ্গে সঙ্গে তা সরিয়ে নেওয়া হবে এই পেজ থেকে। সাইটে ছবিগুলির বেশিরভাগই নেওয়া হয়েছে উইকিপিডিয়া,ফ্রি সাইটস বা গুগল সার্চ থেকে।
0 মন্তব্যসমূহ