আরও পড়ুনঃ
পেট্রোলিয়াম জেলি আসলে কী?
ঘরের তাপমাত্রায় পেট্রোলিয়াম জেলি একটি গন্ধহীন আধা-কঠিন মিশ্রণ।এটি বর্ণহীন, বা ফ্যাকাশে হলুদ বর্ণের, স্বচ্ছ, এবং বিশুদ্ধ হলে স্বাদ ও গন্ধহীন।এটি জলে অদ্রবণীয় এবং এতটাই জোরালোভাবে হাইড্রোফিলিক যে বাতাস থেকে ক্রমাগত আর্দ্রতা শোষণ করে আর্দ্রতার অনুভূতি তৈরি করে, ত্বকে তৈলাক্তভাব রাখে।তাই শীতকালে এর এত কদর।
আরও পড়ুনঃ
পেট্রোলিয়াম জেলি কী পেট্রোল থেকে তৈরি?
হিসেব মত তেল ও গ্যাস উৎপাদনের অবশিষ্ট পেট্রোলিয়াম উপাদান থেকেই পেট্রোলিয়াম জেলি তৈরি করা হয়।আমরা যে খাবারের তেল, মোম ব্যবহার করি তা হাইড্রোকার্বন দিয়েই তৈরি।পেট্রোলিয়াম জেলিতেও বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন অণু থাকে।এই জেলি হল হাইড্রোকার্বনের একটি দাহ্য, আধা-কঠিন মিশ্রণ, যা গলে যায় সাধারণত ৭৫ ডিগ্রি সেলসিয়াসের কয়েক ডিগ্রির মধ্যে। এটি বিভিন্ন মলম এবং লুব্রিকেন্ট হিসাবে ব্যবহৃত হয়।
হিসেব মত তেল ও গ্যাস উৎপাদনের অবশিষ্ট পেট্রোলিয়াম উপাদান থেকেই পেট্রোলিয়াম জেলি তৈরি করা হয়।আমরা যে খাবারের তেল, মোম ব্যবহার করি তা হাইড্রোকার্বন দিয়েই তৈরি।পেট্রোলিয়াম জেলিতেও বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন অণু থাকে।এই জেলি হল হাইড্রোকার্বনের একটি দাহ্য, আধা-কঠিন মিশ্রণ, যা গলে যায় সাধারণত ৭৫ ডিগ্রি সেলসিয়াসের কয়েক ডিগ্রির মধ্যে। এটি বিভিন্ন মলম এবং লুব্রিকেন্ট হিসাবে ব্যবহৃত হয়।
পেট্রোলিয়াম জেলি দিয়ে কি কি তৈরি হয়?
এটি বিভিন্ন মলম এবং লুব্রিকেন্ট হিসাবে ব্যবহৃত হয়।আমরা প্রায় প্রতিদিন যে সব মলম, ক্রিম, শেভিং ক্রিম, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, পেইন বাম, লিপস্টিক ইত্যাদি ব্যবহার করি সেগুলো তৈরিই হয় পেট্রোলিয়াম জেলির সঙ্গে অন্য কেমিক্যাল মিশিয়ে।এছাড়া পেট্রোলিয়াম জেলি ওষুধ, ফার্মেসি, পালিশ, লুব্রিকেটিং গ্রিস, মরচে প্রতিরোধকারী কেমিক্যাল তৈরিতেও ব্যবহৃত হয়।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ