খোশখবর ডেস্কঃ থ্যাঙ্কসগিভিং ডে (Thanksgiving Day) হলো একটি ঐতিহ্যবাহী উৎসব, যা মূলত যুক্তরাষ্ট্র এবং কানাডায় পালিত হয়।মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় একটি জাতীয় ছুটির দিন যা কানাডায় অক্টোবরের দ্বিতীয় সোমবার এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার উদযাপিত হয়।ওই অঞ্চলের মানুষ মনে করেন যে ঈশ্বরের আশীর্বাদেই গোটা বছর ভাল ফসল হয়েছে।এজন্য এবং অন্যান্য আশীর্বাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতেই পালন করা হয় থ্যাঙ্কসগিভিং ডে।এটি আসলে পরিবারের সদস্যদের একত্রিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করার একটি দিন।এ দিনটি সাধারণত শীতকাল শুরুর আগে, শস্য কাটার মরশুম শেষে পালিত হয়।
আরও পড়ুনঃ
‘থ্যাঙ্কসগিভিং ডে’র ইতিহাস
মার্কিন যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং ডে উদযাপন শুরু হয় ১৬২১ সালে পিলগ্রিম ও স্থানীয় আমেরিকানদের মধ্যে প্রথম শস্য কাটা উদযাপনের স্মরণে।১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন এটি জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করেন।কানাডায়,এটি শীতকালীন শিকার ও ফসল কাটার জন্য কৃতজ্ঞতা প্রকাশের ঐতিহ্যের অংশ। মার্কিন যুক্তরাষ্ট্রে নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার এবং কানাডায় অক্টোবর মাসের দ্বিতীয় সোমবার এই দিন পালিত হয়।
আরও পড়ুনঃ
কী হয় ‘থ্যাঙ্কসগিভিং ডে’তে?
ভাল ফসল ফলার কারণে এটি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানানো এবং জীবনের ভালো দিকগুলো উদযাপন করার দিন। থ্যাঙ্কসগিভিং আজ শুধু ধর্মীয় বা ঐতিহ্যবাহী উদযাপন নয়,এটি একত্রিত হওয়ার,সম্পর্ক জোরদার করার এবং উদারতা প্রকাশ করার একটি দিন হিসেবেও পরিচিত।পরিবার ও বন্ধুবান্ধব মিলে একটি বড় খাবারের আয়োজন করা হয়।খাবারের মধ্যে বিশেষত টার্কি, স্টাফিং, ম্যাশড পটেটো, কুমড়ার পাই ইত্যাদি থাকে।
ছবি সৌজন্যঃ পিক্সাবে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ