একনজরে

10/recent/ticker-posts

Largest Railway Stations ভারতের বৃহত্তম ১০ রেলওয়ে স্টেশন, তবে সবার শীর্ষে হাওড়া

ভারতের বৃহত্তম ১০ রেলওয়ে স্টেশন, তবে সবার শীর্ষে হাওড়া
খোশখবর ডেস্কঃ আমরা এবং আমাদের মত লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন হাওড়া স্টেশন দিয়ে যাতায়াত করি অথচ জানিই না যে এটিই ভারতের বৃহত্তম রেলওয়ে স্টেশন।তবে শুধু বৃহত্তমই নয় হাওড়া স্টেশন হল দেশের প্রাচীনতম রেলওয়ে স্টেশনও। প্ল্যাটফর্ম সংখ্যা এবং এলাকার পরিমাপের দিক থেকে ভারতের বৃহত্তম রেলওয়ে স্টেশন হাওড়া জংশন।এর ২৩টি প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন প্রায় ৬০০ ট্রেন চলাচল করে! 

আরও পড়ুনঃ

দেশের সবচেয়ে সুন্দর রেলস্টেশনের তালিকাতেও জায়গা করে নিয়েছে হাওড়া স্টেশন। ১৮৫৪ সালে তৈরি হওয়া এই প্রাচীন রেলস্টেশন অনেক ইতিহাসের সাক্ষী। কলকাতার সঙ্গে ভারতের বিভিন্ন অংশের যোগসুত্রের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংযুক্তির অন্যতম ও গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র হিসাবে কাজ করে এই হাওড়া স্টেশন।

ভারতের বৃহত্তম ১০ রেলওয়ে স্টেশন, তবে সবার শীর্ষে হাওড়া

তবে শুধু হাওড়া স্টেশনই নয় ভারতের রেল মন্ত্রকের অধীনে থাকা সমগ্র রেল নেটওয়ার্কে জুড়ে আছে হাজার হাজার স্টেশন।বিপুল সংখ্যক রেলস্টেশন এবং মোট আকারের পরিপ্রেক্ষিতে ভারতে রয়েছে বিশ্বের চতুর্থ বৃহত্তম ট্রেন নেটওয়ার্ক।রেল মন্ত্রকের তথ্য অনুসারে এই সব লাইনে মোট ট্র্যাকের দৈর্ঘ্য ১,৫০,৩৬৮ কিলোমিটার।

আরও পড়ুনঃ

হাওড়ার পর সবচেয়ে বড়  যেসব রেলওয়ে স্টেশন

১। হাওড়া জংশন রেলওয়ে স্টেশন

২। শিয়ালদহ রেলস্টেশন

৩। ছত্রপতি শিবাজি টার্মিনাস

৪। চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন

৫। নয়াদিল্লি রেলওয়ে স্টেশন

৬। আহমেদাবাদ জংশন রেলওয়ে স্টেশন

৭। খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন

৮। কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন

৯। এলাহাবাদ/প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন

১০ বিজয়ওয়াড়া জংশন রেলওয়ে স্টেশন


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code