আরও পড়ুনঃ
আসলে তথ্য বলছে ইলনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাঁর সম্পদের পরিমাণ বেড়ে চলেছে রকেটগতিতে।শীর্ষ ধনী হিসেবে নিজের গড়া রেকর্ড ইলন মাস্ক নিজেই ভেঙে চলেছেন।ফোর্বস প্রকাশিত তথ্য বলছে ভোটে বন্ধু ট্রাম্পের জয়ের পর মাস্কের মোট সম্পদে আরও ৭ হাজার কোটি মার্কিন ডলার যুক্ত হয়েছে।ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী তাঁর সম্পদের পরিমাণ ৩৪ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।
কী ভাবে সম্পদ বাড়ছে মাস্কের!
শুক্রবার টেসলার শেয়ার ৩.৮% বেড়ে যাওয়ার পরে মাস্কের পকেটে ঢুকেছে ৭ বিলিয়ন ডলার। মার্কিন নির্বাচনের ফলাফলের প্রকাশের পর থেকে টেসলার স্টক ৪০% বেড়ে গেছে যা মাস্কের সম্পদে প্রায় ৭০ বিলিয়ন ডলার যোগ করেছে।টেসলায় তার ১৩% শেয়ারের মূল্য বর্তমানে ১৪৫ বিলিয়ন ডলার। অন্যদিকে মাস্কের সর্বশেষ উদ্যোগ জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্স এআই কোম্পানিটির মূল্য এখন ৫০ বিলিয়ন ডলার, যার ৬০% শেয়ারের মালিক এলন মাস্ক।এই কদিনেই তাতে যোগ হয়েছে ১৩ বিলিয়ন ডলার।
আরও পড়ুনঃ
অন্যদিকে আগামী দিনে মহাকাশ ও উপগ্রহ যোগাযোগ সংস্থা স্পেসএক্স তাদের নতুন টেন্ডার অফারে অতিরিক্ত ১৮ বিলিয়ন ডলার লাভ পেতে পারে।টেসলা এবং স্পেসএক্স ছাড়াও মাস্কের অংশীদারিত্ব রয়েছে ব্রেন ইমপ্লান্টে কাজ করা নিউরালিংক, সোশ্যাল মিডিয়া এক্স-এর কোম্পানির।
ইলন মাস্ক ঠিক কতটা বড়লোক?
৩৩৪.৩ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক ঠিক কতটা বড়লোক? এই মুহূর্তে তাঁর সম্পদ প্রায় ডেনমার্কের জিডিপির (২০২৩ সালে $৩৫০ বিলিয়ন) প্রায় কাছাকাছি।হিসেব অনুযায়ী তা ওয়ারেন বাফেট ($১২০ বিলিয়ন ডলার) এবং বিল গেটসের (১১৪ বিলিয়ন ডলার) সম্মিলিত মোট সম্পদের প্রায় সমান।
মাস্কের যা সম্পদ তাতে তিনি NASA -র গত ১৮ বছরের পুরো বাজেটের খরচটাই দিয়ে দিতে পারবেন নিজের পকেট থেকে।কিনে নিতে পারবেন মার্কিন যুক্তরাষ্ট্রের গড়ে ২৫ লক্ষটি বাড়ি যেগুলোর এক একটির মূল্য ৪ লক্ষ ডলার করে।ভারতের সর্বোচ্চ ধনী মুকেশ আম্বানীর সম্পদ ৯৯.৩ বিলিয়ন ডলার।অর্থাৎ মাস্কের সম্পদ তাঁর তিন গুনেরও বেশি।
তথ্যঃ indiatoday.in
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ