একনজরে

10/recent/ticker-posts

Banana artwork sold আশ্চর্য শিল্পকর্ম, একটি কলা বিক্রি হল ৫২ কোটিতে!

আশ্চর্য শিল্পকর্ম, একটি কলা বিক্রি হল ৫২ কোটিতে!

খোশখবর ডেস্কঃ কথায় বলে নিলামে কী না ঘটে।আর সে যদি শিল্পকর্ম হয় তাহলে তো কথাই নেই।কোথাকার জল কোথায় গড়ায় কে জানে? কথা হচ্ছে নিউইয়র্কে বিখ্যাত অকশন হাউজ সদবির সদ্য হয়ে যাওয়া একটি শিল্পকলা বা আর্টপিসের নিলাম নিয়ে।সেখানে ঠাই পায় ইতালির নামকরা শিল্পী মাউরিজিও ক্যাটেলানের একটি অন্যরকম শিল্প। 'কমেডিয়ান' নামের ওই শিল্পকর্মটি আসলে ছিল টেপ দিয়ে আটকানো একটি পাকা কলা। নিলাম করার আগে সদবির পক্ষ থেকে এটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল।সদবি কর্তৃপক্ষের আশা ছিল ক্যাটেলানের এই কলার আর্ট ১০ লক্ষ ডলারেরও বেশি দামে বিক্রি হবে।

আরও পড়ুনঃ


তবে সদবি কর্তৃপক্ষের ভাবনা যাই থাক না কেন, দর্শক বা ক্রেতাদের কাছে ওই হালকা টেপ দিয়ে আটা পাকা কলা বা 'কমেডিয়ান' সাড়া ফেলে দেয়। অনেকেই পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে শুরু করেন। এ হল একেবারে জীবন্ত ব্যাপার। টেপ খুলে কলাটি খেয়েও নেওয়া যায়। বিষয়টি ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমেও। খোঁজখবর নিয়ে নিউইয়র্ক টাইমস জানায় নিউইয়র্কের ম্যানহাটনে এক ফল বিক্রেতার থেকে মাত্র ৩৫ সেন্টে ওই কলা কেনা হয়েছে।

একটি কলার দাম ৫২ কোটি! বিক্রেতা কে? কিনলেন কে?

তবে নিলামে মাত্র ৩৫ সেন্টের ওই কলার দাম উঠতে দেরি হয়নি।সাত জন ক্রেতার লড়াইয়ে ওই একটি টেপ আঁটা পাকা কলা কলা ৬.২ মিলিয়ন ডলারে কিনে নেন চিনের ক্রিপ্টো কারেন্সির ব্যবসায়ী জাস্টিন সান। ভারতীয় মুদ্রায় যার দাম পড়ছে ৫২,৩৮,৬৩,১১০.০০ টাকা বা সহজ হিসেবে ৫২কোটি টাকা। এই দাম শুনে আপনি ভিড়মি খেতেই পারেন কিন্তু হাতে বিস্তর অর্থ থাকলে এ আর এমন কী?


একটি কলার দাম ৫২ কোটি! বিক্রেতা কে? কিনলেন কে?

এখন প্রশ্ন হল ওই কলা কিনে ব্যবসায়ী জাস্টিন সান করবেনটা কী? কারণ কলাটি তো পচে যাবে। উত্তরে জাস্টিন সান জানিয়েছেন তিনি কলাটি খেয়ে নেবেন। তাহলে শিল্পকর্মের কী হবে? সেই বেড়াল আর মাছের গল্প হয়ে যাবে? আসলে এখানেই ওই শিল্পকর্মের আসল কেরামতি। কলা পচে গেলে তা কীভাবে তা বদল করা যাবে তা নিয়ে শিল্পী মাউরিজিও ক্যাটেলান একটা নির্দেশনাও দিয়েছেন।

আশ্চর্য শিল্পকর্ম, একটি কলা বিক্রি হল ৫২ কোটিতে!
ক্রিপ্টো কারেন্সির ব্যবসায়ী জাস্টিন সান

তবে মাউরিজিও ক্যাটেলানের কলাশিল্প এবারই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে মিয়ামি বিচ ফেয়ারে একটি প্রদর্শনীতে প্রথম ‘কমেডিয়ান’–এর প্রদর্শনী হয়। তখনও তিন তিন বার বিপুল অর্থে বিক্রি হয়ে যায় সেই কলা।

তথ্যঃ business-standard.com/prothomalo


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code