খোশখবর ডেস্কঃ ২০২৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতলেন জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন।তাঁরা যৌথভাবে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বলে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস জানিয়েছে।জানানো হয়েছে কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাহায্যে যন্ত্র শিক্ষাকে সক্ষম করে তোলার মৌলিক আবিষ্কার এবং উদ্ভাবনের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রিন্সটন ইউনিভার্সিটির জন হপফিল্ড এবং কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের জিওফ্রে হিন্টন উদ্ভাবন করেছেন কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক। নিউইয়র্কের ইথাকা কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করা জন জে. হপফিল্ডের জন্ম ১৯৩৩ সালে।তিনি বর্তমানে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।অন্যদিকে ৭৭ বছর বয়সী লন্ডনবাসী জিওফ্রে ই. হিন্টন পিএইচডি করেছেন যুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে এবং বর্তমানে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
BREAKING NEWS
— The Nobel Prize (@NobelPrize) October 8, 2024
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2024 #NobelPrize in Physics to John J. Hopfield and Geoffrey E. Hinton “for foundational discoveries and inventions that enable machine learning with artificial neural networks.” pic.twitter.com/94LT8opG79
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ