খোশখবর ডেস্কঃ নোবেলকে বলা হয় এই পৃথিবীর সবচেয়ে বড় সম্মানজনক পুরষ্কার।নোবেল পুরস্কার প্রাপকদের বলা হয় নোবেল লরিয়েট।পুরস্কারের মধ্যে রয়েছে একটি মেডেল, একটি ব্যক্তিগত ডিপ্লোমা এবং নগদ পুরস্কার।এই পুরস্কার বিজয়ীরা সুইডেনের রাজার কাছ থেকে তাদের ডিপ্লোমা গ্রহণ করেন।প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।প্রথম দিনে ঘোষণা করা হয় চিকিৎসাশাস্ত্রের নোবেল পুরস্কারজয়ীর নাম।এরপর পরবর্তী ছয়দিন, ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়ে থাকে।হিসেব মত এবছর ২০২৪ সালে অক্টোবর মাসের প্রথম সোমবার অর্থাৎ ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে পুরস্কার ঘোষণার দিন।
আরও পড়ুন
২০২৪ সালে কবে কোন পুরস্কার ঘোষণা
১ম দিন(৭ অক্টোবর) - চিকিৎসাশাস্ত্র
২য় দিন(৮ অক্টোবর) – পদার্থবিদ্যা
৩য় দিন(৯ অক্টোবর) – রসায়ন
৪র্থ দিন(১০ অক্টোবর) – সাহিত্য
৫ম দিন(১১ অক্টোবর) – শান্তি
৬ষ্ঠ দিন( ১২ অক্টোবর) – অর্থনীতি
অক্টোবর মাসের প্রথম সপ্তাহে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হলেও তা সেই বছর ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে দেওয়া হয়৷ সুইডেনের স্টকহোমে একটি বিশেষ অনুষ্ঠানে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। অন্যদিকে নোবেল শান্তি পুরস্কার প্রথাগতভাবে নরওয়ের অসলোতে হওয়া অনুষ্ঠানে দেওয়া করা হয়।
১ম দিন(৭ অক্টোবর) - চিকিৎসাশাস্ত্র
২য় দিন(৮ অক্টোবর) – পদার্থবিদ্যা
৩য় দিন(৯ অক্টোবর) – রসায়ন
৪র্থ দিন(১০ অক্টোবর) – সাহিত্য
৫ম দিন(১১ অক্টোবর) – শান্তি
৬ষ্ঠ দিন( ১২ অক্টোবর) – অর্থনীতি
অক্টোবর মাসের প্রথম সপ্তাহে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হলেও তা সেই বছর ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে দেওয়া হয়৷ সুইডেনের স্টকহোমে একটি বিশেষ অনুষ্ঠানে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। অন্যদিকে নোবেল শান্তি পুরস্কার প্রথাগতভাবে নরওয়ের অসলোতে হওয়া অনুষ্ঠানে দেওয়া করা হয়।
আরও পড়ুন
জেনে রাখা ভাল যে নোবেল পুরস্কারের মনোনয়ন কেবল একজন জীবিত ব্যক্তিই পেতে পারেন।পুরস্কারের জন্য বিবেচনার সময় কেউ মারা গেলে তাঁর নাম আর বিচার্য হিসেবে আনা হয় না।তবে এমন যদি হয় যে একজন ব্যক্তিকে বিজয়ী হিসাবে ঘোষণা করার পর পুরস্কার পাওয়ার আগে তাঁর মৃত্যু হয়েছে তখন তাঁকে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়।এই পুরস্কার প্রতি বিভাগে সর্বোচ্চ তিনজনকে দেওয়া হয়।
তথ্যঃ www.nobelprize.org ও www.khoshkhobor.in
0 মন্তব্যসমূহ