খোশখবর ডেস্কঃ ইসরো প্রধান এস সোমনাথ সম্প্রতি আকাশবাণীর সরদার প্যাটেল মেমোরিয়াল লেকচারে বক্তব্য রাখতে গিয়ে ভারতের আসন্ন মহাকাশ মিশনগুলির সম্ভাব্য সময়সূচী নিয়ে বেশ কিছু বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ২০২৫ সালে ভারত-মার্কিন যৌথ মহাকাশ অভিযান শুরু হবে, যার মাধ্যমে পরিবেশ ও জলবায়ু পর্যবেক্ষণে এক নতুন দিগন্ত খুলবে। একইসঙ্গে তিনি গগনযান মিশনের কথা উল্লেখ করেন, যা ২০২৬ সালে ভারতের প্রথম মানব মহাকাশ অভিযান হিসেবে চালু হতে যাচ্ছে।
আরও পড়ুনঃ
এস সোমনাথ আরও জানান, ২০২৮ সালে চন্দ্রযান ৪ মিশন হবে। এই অভিযানের মাধ্যমে চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে তা পৃথিবীতে ফিরিয়ে আনা হবে, যা গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, চন্দ্রযান ৫ মিশন জাপানের সহযোগিতায় পরিচালিত হবে, যার জন্য রোভার জাপান থেকে এবং ল্যান্ডার ভারতের পক্ষ থেকে সরবরাহ করা হবে।এই মিশনে রোভারের ওজন ৩৫০ কেজি হবে, যা আগের চন্দ্রযান মিশনগুলির তুলনায় অনেক বেশি।
আরও পড়ুন
Euclid Telescope and Dark Matter ডার্ক ইউনিভার্স রহস্যের খোঁজে ইউক্লিড টেলিস্কোপ! তথ্য পেয়ে আশ্চর্য বিজ্ঞানীরা।
ইসরো প্রধানের মতে, চন্দ্রযান ৫ মিশনের সাফল্য ভারতকে চাঁদে মানব মিশনের এক ধাপ কাছে নিয়ে যাবে। ইসরোর পরিকল্পনা অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য রয়েছে। এছাড়াও, মহাকাশ বিজ্ঞানে ভারতের অবদান বৃদ্ধির জন্য তিনি ছোট বড় সব সংস্থার সঙ্গে সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেছেন, যাতে আরও নতুন নতুন প্রতিষ্ঠান মহাকাশ গবেষণায় যুক্ত হতে পারে এবং দেশের মহাকাশ ক্ষেত্র আরও সমৃদ্ধ হয়।
ইসরো প্রধানের মতে, চন্দ্রযান ৫ মিশনের সাফল্য ভারতকে চাঁদে মানব মিশনের এক ধাপ কাছে নিয়ে যাবে। ইসরোর পরিকল্পনা অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য রয়েছে। এছাড়াও, মহাকাশ বিজ্ঞানে ভারতের অবদান বৃদ্ধির জন্য তিনি ছোট বড় সব সংস্থার সঙ্গে সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেছেন, যাতে আরও নতুন নতুন প্রতিষ্ঠান মহাকাশ গবেষণায় যুক্ত হতে পারে এবং দেশের মহাকাশ ক্ষেত্র আরও সমৃদ্ধ হয়।
তথ্যঃ হিন্দুস্থান টাইমস ডট কম
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ