একনজরে

10/recent/ticker-posts

Economic Sciences 2024 Nobel সমৃদ্ধির জন্য সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরে অর্থনীতিতে নোবেল তিন মার্কিনীর

Economic Sciences 2024 Nobel  নোবেল তিন মার্কিনীর

খোশখবর ডেস্কঃ ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন ড্যারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এ. রবিনসন।একটি প্রতিষ্ঠান কীভাবে গড়ে ওঠে এবং সমৃদ্ধির উপর তা কীরকম প্রভাব ফেলে তা অধ্যয়নের জন্য যৌথ ভাবে এবারের নোবেল দেওয়া হয়েছে এই ত্রয়ীকে।এই মুহূর্তে ড্যারন অ্যাসেমোগ্লু এবং সাইমন জনসন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এবং রবিনসন শিকাগো বিশ্ববিদ্যালয়ে তার গবেষণা করে চলেছেন।

রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস-এর নোবেল কমিটি এই পুরস্কার দেওয়ার কারণ হিসেবে বলেছেন, যুক্তরাষ্ট্র-ভিত্তিক তিন অর্থনীতিবিদ "একটি দেশের সমৃদ্ধির জন্য সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব কতটা তা দেখিয়েছেন।" বলা হয়েছে যে "আইনের দুর্বল শাসনের সমাজ এবং জনসংখ্যাকে শোষণ করে এমন প্রতিষ্ঠানগুলি উন্নতি বা পরিবর্তন আনতে পারে না। বিজয়ীদের গবেষণা তা বুঝতে সাহায্য করে"।


কল্যাণমূলক অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য ১৯৯৮ সালে অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।২০২৪ সালে অর্থনীতিতে পুরস্কার ঘোষণার আগে বাংলার গ্রামাঞ্চলে সাইকেল নিয়ে ঘুরে ঘুরে তাঁর গবেষণা কাজের ছবি দিয়ে তা স্মরণ করে নোবেল কমিটি।

তবে অর্থনীতিতে নোবেল ডিনামাইট উদ্ভাবক এবং ব্যবসায়ী আলফ্রেড নোবেলের ইচ্ছায় তৈরি হওয়া বিজ্ঞান,সাহিত্য এবং শান্তির জন্য মূল পুরস্কারগুলির মধ্যে পড়ে না। ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হলেও পরে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যঙ্কের সিদ্ধান্তে এবং অর্থে অর্থনীতিতে পুরস্কার দেওয়া শুরু হয়।যাকে অর্থনৈতিক বিজ্ঞানে Sveriges Riksbank পুরষ্কার বলা হয়।এ বছর দেওয়া চূড়ান্ত পুরস্কার এবং মূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রাউন বা ১.১ মিলিয়ন মার্কিন ডলার যা তিন প্রাপকের মধ্যে ভাগ করে দেওয়া হবে।


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code