নিউ ইয়র্কের আইকনিক টাইমস স্কোয়ারে এবারে দুর্গাপুজোর আয়োজন করেছিল দ্য বেঙ্গলি ক্লাব ইউএসএ।তবে বাংলা বা কলকাতার মত তিথি মেনে নয়, বিদেশে দুর্গাপুজো হয় সেখানকার ছুটি মেনে।গত ৫ ও ৬ অক্টোবর টাইমস স্কোয়্যারে দুর্গাপুজোর আয়োজন করেন প্রবাসীরা।
দু দিনব্যাপী এই অনুষ্ঠানে ভারতীয়-আমেরিকানদের ব্যাপক ভিড় ছিল। পালিত হয় দশেরা, নবরাত্রিও। ইন্টারনেটে টাইমস স্কোয়ারের কেন্দ্রস্থলে অসাধারণ সজ্জায় সজ্জিত দুর্গা ও তার প্যান্ডেল দেখে অবিভূত নেটিজেনরা। স্থানীয় পথচারী এবং দর্শকরাও প্যান্ডেলের জাঁকজমকের প্রশংসা করছে। ইভেন্টে ছিল লাইভ ব্যান্ড পারফরম্যান্স।ছিল মহিলাদের ঐতিহ্যবাহী ধুনুচি নৃত্য।
Hindus celebrated Durga Puja, Navrati & Dussehra for the FIRST TIME EVER at New York Times Square on 5th and 6th October 2024.
— INSIGHT UK (@INSIGHTUK2) October 7, 2024
Durga Puja is now a UNESCO recognized Intangible Cultural Word Heritage of Humanity.
This event marks a significant cultural milestone for the entire… pic.twitter.com/z8nkl31WhB
একজন লিখেছেন, ''এটা ভারতীয়দের শক্তি। নিউইয়র্কে পুজো উদযাপনের জন্য অভিনন্দন।''
অন্য এক নেটিজেন মন্তব্য করেছেন, ''আজকাল বিদেশে ভারতীয়রা যে সম্মান ও স্বীকৃতি পাচ্ছে তা আগে কখনও দেখা যায় বা দেওয়া হয়নি।''
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ