একনজরে

10/recent/ticker-posts

Durga Puja Times Squareঐতিহাসিক! এই প্রথম নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে হল দুর্গাপুজো।

ঐতিহাসিক! এই প্রথম নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে হল দুর্গাপুজো।
খোশখবর ডেস্কঃ দুর্গাপুজোর আবেদন বিশ্বজুড়ে।পৃথিবীর যেখানেই বাঙালি সেখানেই দুর্গাপুজো। ইউনেস্কোর হেরিটেজ ঘোষণার পর পৃথিবীর বিভিন্ন প্রান্তে আরও দ্রুত ছড়িয়ে পড়ছে এই উৎসব ও পুজো।দীর্ঘদিন ধরে আমেরিকার বিভিন্ন প্রান্তে নানাভাবে আয়োজন করা হলেও এবছরই প্রথম নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে বসল দুর্গাপুজোর আসর।

নিউ ইয়র্কের আইকনিক টাইমস স্কোয়ারে এবারে দুর্গাপুজোর আয়োজন করেছিল দ্য বেঙ্গলি ক্লাব ইউএসএ।তবে বাংলা বা কলকাতার মত তিথি মেনে নয়, বিদেশে দুর্গাপুজো হয় সেখানকার ছুটি মেনে।গত ৫ ও ৬ অক্টোবর টাইমস স্কোয়্যারে দুর্গাপুজোর আয়োজন করেন প্রবাসীরা।

আরও পড়ুনঃ 

দীপোৎসব উদযাপনে ২২ লক্ষের বেশি প্রদীপ জ্বালিয়ে রেকর্ড  
দু দিনব্যাপী এই অনুষ্ঠানে ভারতীয়-আমেরিকানদের ব্যাপক ভিড় ছিল। পালিত হয় দশেরা, নবরাত্রিও। ইন্টারনেটে টাইমস স্কোয়ারের কেন্দ্রস্থলে অসাধারণ সজ্জায় সজ্জিত দুর্গা ও তার প্যান্ডেল দেখে অবিভূত নেটিজেনরা। স্থানীয় পথচারী এবং দর্শকরাও প্যান্ডেলের জাঁকজমকের প্রশংসা করছে। ইভেন্টে ছিল লাইভ ব্যান্ড পারফরম্যান্স।ছিল মহিলাদের ঐতিহ্যবাহী ধুনুচি নৃত্য।
টাইমস স্কোয়ারে এই দুর্গাপুজোকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছে ইন্ডিয়ান-আমেরিকানরা।একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন,''টাইমস স্কোয়ারের কেন্দ্রস্থলে যে প্রাণবন্ত দুর্গা পুজো উদযাপন করা হচ্ছে তা কখনো কল্পনা করা গিয়েছিল?... বাড়ি থেকে হাজার হাজার মাইল দূরে, এই নস্টালজিয়া-আমাদের শিকড় সংস্কৃতি এবং মা দুর্গার চিরন্তন আত্মার যোগ আগামী প্রজন্মের জন্য একটি স্মৃতি হয়ে থাকবে।''



একজন লিখেছেন, ''এটা ভারতীয়দের শক্তি। নিউইয়র্কে পুজো উদযাপনের জন্য অভিনন্দন।''

অন্য এক নেটিজেন মন্তব্য করেছেন, ''আজকাল বিদেশে ভারতীয়রা যে সম্মান ও স্বীকৃতি পাচ্ছে তা আগে কখনও দেখা যায় বা দেওয়া হয়নি।''
 

তথ্যঃ এনডিটিভি / ছবিঃ এক্স হ্যান্ডেল


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code