একনজরে

10/recent/ticker-posts

Dolphins actually smile? ডলফিনরা কী সত্যিই হাসে?কী বলছে নতুন গবেষণা?

ডলফিনরা কী সত্যিই হাসে? কী বলছে নতুন গবেষণা?
খোশখবর ডেস্কঃ মানুষের খুব কাছের বন্ধু ডলফিন।তারা যখন খেলে তখন মনে হয় যেন খুশিতে হাসছে।কিন্তু সত্যিই কী তাই? সাধারণ মানুষের এই পর্যবেক্ষণ নিয়ে গবেষণায় নেমে বিজ্ঞানীরা দেখেছেন যে ডলফিনরা খেলার সময় মুখ খোলা বা আচরণ মানুষের হাসি বা হেসে ওঠার মতো হতে পারে। ২রা অক্টোবর আই সায়েন্সে প্রকাশিত একটি রিপোর্টে এই নিয়ে নানা তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা।ডলফিনরা যখন তাঁদের সঙ্গীদের সঙ্গে খেলা করে এইরকম সময়ে গবেষকরা প্রায় ১,৩০০ বার তাদের অভিব্যক্তি লক্ষ্য করেছেন।
যদিও কিছু বিশেষজ্ঞ এটিকে সত্যিকারের হাসি বলতে নারাজ।তাঁদের মতে এটি একটি জটিল যোগাযোগের পদ্ধতি। ডলফিনরা অন্যান্য আগ্রাসী পরিস্থিতিতেও মুখ খোলার অঙ্গভঙ্গি ব্যবহার করে।তবে এই নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে অভিমত তাঁদের।


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code