২৪টি গ্র্যান্ড স্ল্যাম সহ টেনিস জীবনে সব সাফল্যই নিজের ঝুলিতে ভরেছেন জোকোভিচ।টেনিসের ইতিহাসে ওপেন যুগে সাফল্যের বিচারে সফলতম খেলোয়াড় তিনি।এবার এতদিনের অধরা অলিম্পিক্স সোনাও পেয়ে গেলেন তিনি।ছ'বারের প্রচেষ্টায় প্রথম বার অলিম্পিক্সে সোনা জিতলেন কিংবদন্তি জোকোভিচ।
উইম্বলডনের ফাইনালে স্ট্রেট সেটে হারের পর কার্লোস আলকারাজকে পরাজিত করে মোক্ষম জবাব দিলেন জোকোভিচ। ৩৭ বছর বয়সে গোল্ডেন স্লাম পেয়ে অলিম্পিক্সের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্লেয়ার হিসাবে ওপেন এরায় সোনার পদক জিতে অন্য রেকর্ডও গড়লেন তিনি।অলিম্পিক্সে সোনার মাধ্যমে জয়ের ক্যারিয়ারের একটি বৃত্তই সম্পূর্ণ করে ফেললেন নোভাক জোকোভিচ।The ultimate title!
— Paris 2024 (@Paris2024) August 4, 2024
He has achieved his quest for gold—Novak Djokovic is the Olympic champion 🥇
-
Le titre ultime !
Il a réussi sa conquête de l'or, Novak Djokovic est champion Olympique 🥇#Paris2024 pic.twitter.com/R3DiVXH6BE
ছবিঃ X সোশ্যাল মিডিয়া
পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ