Olympics medals অলিম্পিক্স মেডেলের বিচিত্র তথ্য, নজর কাড়ছে প্যারিসও।
খরা কাটিয়ে ১২ বছর অলিম্পিক্সে শুটিংয়ে পদক পেল ভারত। ২০১২ সালে বিজয় কুমারের পরে ২০২৪ সালে পদক জিতলেন মনু ভাকের।
খরা কাটিয়ে ১২ বছর অলিম্পিক্সে শুটিংয়ে পদক পেল ভারত। ২০১২ সালে বিজয় কুমারের পরে ২০২৪ সালে পদক জিতলেন মনু ভাকের।
রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে তৃতীয় স্থানে শেষ করেন ভারতীয় তারকা।ইতিমধ্যেই ৯টি বিশ্বচ্যাম্পিয়নশিপের পদক রয়েছে তাঁর ঝুলিতে। এ বার যোগ হল অলিম্পিক পদক। সার্বিকভাবে পঞ্চম ভারতীয় শ্যুটার হিসেবে অলিম্পিক্স পদক জিতলেন তিনি।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ