খোশখবর ডেস্কঃ কোনও ক্ষেত্রেই সাফল্য রাতারাতি আসে না,এর জন্যে চাই বিশেষ পরিকল্পনা ও নিষ্ঠা।পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রেও মেনে চলতে হবে এই কথাটা। বড় বড় শিক্ষাবিদ ও নামী শিক্ষকেরা বার বার বলেছেন যে পরিশ্রমের কোনও বিকল্প নেই।তবে শুধু পরিশ্রম করলেই তো হবে না, তা করতে হবে সঠিক পরিকল্পনা করে।এক রাতে যেমন পরীক্ষার সিলেবাস সম্পূর্ণ করা যায় না তেমনই কোনও সঠিক ফোকাস ছাড়া আপনার সাফল্য লাভও অনিশ্চিত হয়ে উঠতে পারে।পরিশ্রমী পড়ুয়াদের জন্য এখানে থাকল একটা পরিকল্পনা।
১. অগ্রাধিকার দিনঃ আপনার সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং অধ্যায়গুলিতে ফোকাস করুন।
২. গোটা বিষয়টা ভাগ করে নিনঃ মোট সিলেবাসকে ছোট ছোট খণ্ডে ভাগ করুন, যেমন পৃথক বিষয় বা বিভাগ।
৭. পাঠের মাঝে বিরতি নিনঃ আপনার মনকে সতেজ রাখতে এবং মাথা হালকা করতে প্রতি ঘন্টায় ছোট বিরতি নিন।
৮. নিজেকে চাঙ্গা রাখুনঃ লাগাতার পড়শুনোয় যেন ক্লান্তি না চলে আসে।মিয়মিত জল পান করুন এবং পুষ্টিকর খাবার খান।
৯. প্রয়োজনে অন্য সাহায্য নিনঃ নিজে না পারলে বন্ধু, শিক্ষক বা অনলাইন ক্লাসের সাহায্য নিন।
১০. সোশ্যাল মিডিয়া থেকে দূরেঃ বিক্ষিপ্ততা হটিয়ে প্রয়োজনীয় পাঠে মনোযোগী থাকুন। সোশ্যাল মিডিয়া থেকে লগ আউট করুন।
মনে রাখবেন, এমন পরিকল্পনা করলে রাতারাতি না হলেও একটা নির্দিষ্ট সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি করা সম্ভব। আপনি কী অর্জন করতে চান সে সম্পর্কে বাস্তববাদী হওয়া অপরিহার্য।তাড়াহুড়ো করার বদলে নির্দিষ্ট সিলেবাস বোঝার উপর ফোকাস করার চেষ্টা করুন।
অঙ্কের ক্ষেত্রে আলাদা করে পরিকল্পনা!
পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে অঙ্ক একটা চ্যালেঞ্জিং বিষয়।কিন্তু কিছু কৌশলগত পদ্ধতি মেনে চললে আপনি আপনার পাঠ্যসূচিকে নিজের দখলে আনতে পারেন।
১. অঙ্কে ফোকাস করুনঃ আপনার অঙ্কের পাঠ্যসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করুন।বীজগণিত, সমীকরণ, গ্রাফ, জ্যামিতি, ত্রিকোণমিতি, ক্যালকুলাস যাই হোক না কেন সব ক্ষেত্রেই পরিসংখ্যানগত বিশ্লেষণ ও বোঝার উপর ফোকাস করুন।
২. অনুশীলন, অনুশীলন, অনুশীলনঃ অঙ্ক করার জন্য লাগাতার অনুশীলনের প্রয়োজন। যতটা সম্ভব অনুশীলনের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন।
৩. প্রয়োজনে অনলাইন সাহায্য নিনঃ খান একাডেমি, এমআইটি ওপেনকোর্সওয়্যার -এর মতো ওয়েবসাইট থেকে নানা অঙ্কের সমাধানের পথ পেয়ে যেতে পারেন।
৪. ভিডিও লেকচার দেখুনঃ জটিল গণিতের ক্ষেত্রে ভিডিও লেকচার দ্রুত বোঝার একটি দুর্দান্ত উপায় হতে পারে।
৫. গুরুত্বপূর্ণ ফর্মুলা এক জায়গায়ঃ একটি পাতা তৈরি রাখুন যেখানে দ্রুত রেফারেন্সের জন্য গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো পেয়ে যাবেন।
৬. পাঠের মাঝে ব্রেক নিনঃ আপনার মনকে সতেজ ও চাঙ্গা রাখতে একটানা অঙ্ক না করে একটু বিরতি নিন।
মনে রাখবেন, অঙ্ক এমন একটি বিষয় যার জন্য ধৈর্য, অধ্যবসায় এবং অনুশীলন প্রয়োজন।শান্ত থেকে মনোনিবেশ করলেই কিছুদিনের মধ্যে আপনি আপনার দক্ষতা অর্জনের ব্যাপারটা টের পাবেন।তবে শুধু অঙ্কই নয় উপরের পদ্ধতিগুলো মেনে চললে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার সাফল্য আসবেই।
১. অগ্রাধিকার দিনঃ আপনার সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং অধ্যায়গুলিতে ফোকাস করুন।
২. গোটা বিষয়টা ভাগ করে নিনঃ মোট সিলেবাসকে ছোট ছোট খণ্ডে ভাগ করুন, যেমন পৃথক বিষয় বা বিভাগ।
Success in Life জীবনে মেনে চলুন কয়েকটি সাধারণ নিয়ম,সাফল্য আসবেই,দেখুন ভিডিও
৩. একটি সময়সূচী তৈরি করুনঃ বাস্তবসম্মত সময় ফ্রেম সেট করে প্রতিটি অংশের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করুন।
৪. পর্যালোচনা নোটঃ আপনার ক্লাস নোট, পাঠ্যপুস্তক এবং অন্য কোন ক্ষেত্র থেকে নিয়ে সঠিক পাঠ উপকরণ তৈরি করুন।
৫. ফ্ল্যাশকার্ড তৈরি করুনঃ দ্রুত পুনর্বিবেচনার জন্য ফ্ল্যাশকার্ডে মূল ধারণা এবং বিষয়গুলোকে লিখে রাখুন।
৬. প্রশ্ন অনুশীলন করুনঃ আপনার বুঝে ওঠাকে শক্তিশালী করতে অনুশীলনের প্রশ্ন বা অতীতের পরীক্ষার প্রশ্নের উত্তর তৈরি করুন।
৩. একটি সময়সূচী তৈরি করুনঃ বাস্তবসম্মত সময় ফ্রেম সেট করে প্রতিটি অংশের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করুন।
৪. পর্যালোচনা নোটঃ আপনার ক্লাস নোট, পাঠ্যপুস্তক এবং অন্য কোন ক্ষেত্র থেকে নিয়ে সঠিক পাঠ উপকরণ তৈরি করুন।
৫. ফ্ল্যাশকার্ড তৈরি করুনঃ দ্রুত পুনর্বিবেচনার জন্য ফ্ল্যাশকার্ডে মূল ধারণা এবং বিষয়গুলোকে লিখে রাখুন।
৬. প্রশ্ন অনুশীলন করুনঃ আপনার বুঝে ওঠাকে শক্তিশালী করতে অনুশীলনের প্রশ্ন বা অতীতের পরীক্ষার প্রশ্নের উত্তর তৈরি করুন।
৭. পাঠের মাঝে বিরতি নিনঃ আপনার মনকে সতেজ রাখতে এবং মাথা হালকা করতে প্রতি ঘন্টায় ছোট বিরতি নিন।
৮. নিজেকে চাঙ্গা রাখুনঃ লাগাতার পড়শুনোয় যেন ক্লান্তি না চলে আসে।মিয়মিত জল পান করুন এবং পুষ্টিকর খাবার খান।
৯. প্রয়োজনে অন্য সাহায্য নিনঃ নিজে না পারলে বন্ধু, শিক্ষক বা অনলাইন ক্লাসের সাহায্য নিন।
১০. সোশ্যাল মিডিয়া থেকে দূরেঃ বিক্ষিপ্ততা হটিয়ে প্রয়োজনীয় পাঠে মনোযোগী থাকুন। সোশ্যাল মিডিয়া থেকে লগ আউট করুন।
মনে রাখবেন, এমন পরিকল্পনা করলে রাতারাতি না হলেও একটা নির্দিষ্ট সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি করা সম্ভব। আপনি কী অর্জন করতে চান সে সম্পর্কে বাস্তববাদী হওয়া অপরিহার্য।তাড়াহুড়ো করার বদলে নির্দিষ্ট সিলেবাস বোঝার উপর ফোকাস করার চেষ্টা করুন।
অঙ্কের ক্ষেত্রে আলাদা করে পরিকল্পনা!
পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে অঙ্ক একটা চ্যালেঞ্জিং বিষয়।কিন্তু কিছু কৌশলগত পদ্ধতি মেনে চললে আপনি আপনার পাঠ্যসূচিকে নিজের দখলে আনতে পারেন।
১. অঙ্কে ফোকাস করুনঃ আপনার অঙ্কের পাঠ্যসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করুন।বীজগণিত, সমীকরণ, গ্রাফ, জ্যামিতি, ত্রিকোণমিতি, ক্যালকুলাস যাই হোক না কেন সব ক্ষেত্রেই পরিসংখ্যানগত বিশ্লেষণ ও বোঝার উপর ফোকাস করুন।
২. অনুশীলন, অনুশীলন, অনুশীলনঃ অঙ্ক করার জন্য লাগাতার অনুশীলনের প্রয়োজন। যতটা সম্ভব অনুশীলনের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন।
৩. প্রয়োজনে অনলাইন সাহায্য নিনঃ খান একাডেমি, এমআইটি ওপেনকোর্সওয়্যার -এর মতো ওয়েবসাইট থেকে নানা অঙ্কের সমাধানের পথ পেয়ে যেতে পারেন।
৪. ভিডিও লেকচার দেখুনঃ জটিল গণিতের ক্ষেত্রে ভিডিও লেকচার দ্রুত বোঝার একটি দুর্দান্ত উপায় হতে পারে।
৫. গুরুত্বপূর্ণ ফর্মুলা এক জায়গায়ঃ একটি পাতা তৈরি রাখুন যেখানে দ্রুত রেফারেন্সের জন্য গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো পেয়ে যাবেন।
৬. পাঠের মাঝে ব্রেক নিনঃ আপনার মনকে সতেজ ও চাঙ্গা রাখতে একটানা অঙ্ক না করে একটু বিরতি নিন।
মনে রাখবেন, অঙ্ক এমন একটি বিষয় যার জন্য ধৈর্য, অধ্যবসায় এবং অনুশীলন প্রয়োজন।শান্ত থেকে মনোনিবেশ করলেই কিছুদিনের মধ্যে আপনি আপনার দক্ষতা অর্জনের ব্যাপারটা টের পাবেন।তবে শুধু অঙ্কই নয় উপরের পদ্ধতিগুলো মেনে চললে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার সাফল্য আসবেই।
ছবিঃ মেটা এ আই
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ