একনজরে

10/recent/ticker-posts

Why Lightning strikes increasing এত বজ্রপাত এত বাড়ছে কেন? দায়ী কে?


ইদানিং ঝড় বৃষ্টির সঙ্গে বেড়েই চলেছে বজ্রপাতের পরিমাণ। বাড়ছে মৃত্যুও।আবহাওয়া ও পরিবেশবিদদের মতে এর পেছনে অনেকাংশেই দায়ী জলবায়ু ও আবহাওয়াজনিত পরিবর্তন। 

ঝড় বৃষ্টি,বজ্রপাত, মৃত্যুও,আবহাওয়া, পরিবেশবিদ, জলবায়ু, আবহাওয়াজনিত পরিবর্তন।

ইদানিং ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের পরিমাণ বেড়ে গেছে। বাড়ছে মৃত্যুও।

আবহাওয়া ও পরিবেশবিদদের মতে এর পেছনে অনেকাংশেই দায়ী জলবায়ু ও আবহাওয়াজনিত পরিবর্তন।

মাত্রাতিরিক্ত দূষণের কারণে বাতাসে গরম ধূলিকণা বেড়ে বজ্রপাতের পরিবেশ তৈরি করে।

কিউমুলোনিম্বাস মেঘই বজ্রপাতের কারণ। এর অর্থ স্তূপাকার ঝড়বৃষ্টির মেঘ।

পরিবেশে দূষণ এবং উষ্ণতা বৃদ্ধির জন্য তৈরি হয় কিউমুলোনিম্বাস মেঘ।

বজ্রপাত থেকে মুক্তির সবচেয়ে ভাল উপায় সাবধানতা অবলম্বন করা।

বজ্রপাতের সময় ফাঁকা মাঠ, গাছের তলা মোটেই নিরাপদ নয়।

বজ্রপাতের সময় তুলনায় কংক্রিটের বাড়িতে থাকা সেফ।
 


 দেখে নিতে পারেন এই শর্ট ভিডিওটি  


 

পিন্টারেস্টে ‘খোশখবরের’ আশ্চর্য দুনিয়া।ক্লিক করুন এই লিঙ্কে





[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code