একনজরে

10/recent/ticker-posts

Forbes India Richest 2023 ফোর্বস তালিকায় ভারতের সবচেয়ে ১০ ধনী, তালিকার একদম প্রথমেই মুকেশ আম্বানি

শীর্ষ ধনী হিসেবে এই তালিকার প্রথমেই রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির নাম

খোশখবর ডেস্কঃ সদ্য ২০২৩ সালে ভারতের সেরা ১০০ ধনী ব্যক্তির নাম ও তাঁদের সম্পদের তালিকা প্রকাশ করেছে বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ফোর্বস।শীর্ষ ধনী হিসেবে এই তালিকার একদম প্রথমেই রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির নাম।বর্তমানে তাঁর সম্পদের মোট মূল্য ৯ হাজার ২০০ কোটি বা ৯২ বিলিয়ন মার্কিন ডলার।গত বছরের তুলনায় যা ৪০০ কোটি ডলার বেশি।


দ্বিতীয় স্থানে রয়েছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি।বর্তমানে তিনি ৬ হাজার ৮০০ কোটি বা ৬৮ বিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তির মালিক।৮২ বিলিয়ন মার্কিন ডলার থেকে তাঁর সম্পত্তির পরিমাণ কমে দাঁড়িয়েছে ৬৮ বিলিয়ন মার্কিন ডলার৷ একবছর আগেই তালিকার একেবারে প্রথমে উঠে এসেছিলেন গৌতম আদানি।এবার সেই আদানিকে পিছনে ফেলে ফের ভারতের শীর্ষ ধনী হয়ে উঠলেন মুকেশ আম্বানি।

সবচেয়ে বড়লোকের এই তালিকার ৩ নম্বরে আছেন সফ্টওয়্যার ম্যাগনেট এইচসিএল টেকনোলজিসের শিব নাদারের নাম।গত এক বছরে এইচসিএল টেকনোলজিসের শেয়ারে ৪২ শতাংশ বৃদ্ধির ফলে ৩য় স্থানে উঠে এসেছেন তিনি।তাঁর সম্পদের পরিমাণ ২৯.৩ বিলিয়ন মার্কিন ডলার।

তালিকার চতুর্থ স্থানে আছেন ওপি জিন্দাল গ্রুপের মালিক সাবিত্রী জিন্দাল।৪৬ শতাংশ বৃদ্ধি পেয়ে তাঁর সম্পদের পরিমাণ দাড়িয়েছে ২৪ বিলিয়ন মার্কিন ডলার।সারা ভারতের তালিকায় তাঁর অবস্থান চতুর্থ হলেও মহিলা সম্পদশালী হিসেবে ১ নম্বর জায়গায় রয়েছেন তিনি।

পঞ্চম স্থানে রয়েছেন এভিনিউ সুপারমার্কেটের রাধাকৃষ্ণ দামানি।২০০২ সালে একটি দোকান দিয়ে খুচরা ব্যবসায় প্রবেশ করেন রাধাকৃষ্ণ দামানি।এখন ভারতে ২৭১টি ডিমার্ট স্টোর রয়েছে। তাঁর মোট সম্পদের মূল্য ২৩ বিলিয়ন মার্কিন ডলার।





তালিকার ষষ্ঠ স্থানে আছেন সেরাম ইনস্টিটিউটের সাইরাস পুনাওয়ালের।তাঁর মোট সম্পদের পরিমাপ ২০.৭ বিলিয়ন মার্কিন ডলার।সপ্তম স্থানে অশোক লেল্যান্ডের হিন্দুজা পরিবার। সম্পদের পরিমাণ ২০বিলিয়ন মার্কিন ডলার।

অষ্টম স্থানে থাকা সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ-এর দিলীপ সাংভির সম্পদের পরিমাণ ১ হাজার ৯০০ কোটি ডলার বা ১৯ বিলিয়ন মার্কিন ডলার।এরপর নবম স্থানে রয়েছেন আদিত্য বিড়লা গ্রুপের কুমার বিড়লা।যার সম্পদের পরিমাণ ১৭.৫ বিলিয়ন মার্কিন ডলার।আর ১৬.৯ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে ১০ম স্থানে রয়েছেন শাপুর মিস্ত্রি ও তাঁর পরিবার।

ফোর্বসের হিসেব অনুযায়ী ২০২২ সালে ভারতের ১০০ ধনী ব্যক্তির মোট সম্পদের মূল্য ছিল ৭৯ হাজার ৯৭৮ কোটি মার্কিন ডলার। এবছর তা সামান্য কিছুটা কমে হয়েছে ৭৯ হাজার ৯৩২ কোটি ডলার।


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code