একনজরে

10/recent/ticker-posts

Kutub Minar decorate G20 জি ২০ উপলক্ষ্যে আলোর খেলায় সাজল কুতুব মিনার,দেখে নিন ভিডিও।


হাই-প্রোফাইল জি ২০ সম্মেলন  ঘিরে সেজে উঠেছে রাজধানী দিল্লি

খোশখবর ডেস্কঃ জি ২০ সম্মেলন ঘিরে গোটা বিশ্বের নজর এখন ভারতের দিকে।সমস্যা জর্জরিত পৃথিবীকে নতুন করে অক্সিজেন দিতে দিল্লিতে বিশ্বের তাবড় নেতারা নানা বৈঠকে কী দিশা দেখাতে পারেন সকলের লক্ষ্য থাকবে সেদিকে।


তবে গোটা বিশ্বের হুজ-হু দের এই হাই-প্রোফাইল সম্মেলন ঘিরে সেজে উঠেছে রাজধানী দিল্লি।বহু রঙের আলোর খেলায় সাজিয়ে তোলা হয়েছে আইকনিক কুতুব মিনারকে। ফুটিয়ে তোলা হয়েছে ভারতের মহাকাশ অভিযান থেকে নানা উদ্যোগের কথা। খোশখবরের পাতায় দেখে নিন সেই ভিডিও।



ভিডিও সৌজন্যঃ এক্স সোশ্যাল মিডিয়া(টুইটার)


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code