খোশখবর ডেস্কঃ পৃথিবীর বুকে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন Google পা দিল ২৫ বছরে।১৯৯৮ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের দুই ছাত্র ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের হাত ধরে যাত্রা শুরু করেছিল গুগল। সে বছরের ৪ সেপ্টেম্বর এই সংস্থা প্রতিষ্ঠিত হলেও ২৭ সেপ্টেম্বর, ১৯৯৮ তারিখে Google Inc. এর আনুষ্ঠানিকভাবে জন্ম হয়। কোম্পানি প্রথম সাত বছর ৪ সেপ্টেম্বর তার জন্মদিন পালন করলেও পরে তা ২৭ সেপ্টেম্বর করার সিদ্ধান্ত নেওয়া হয়।২০০৪ সালের ১৯ আগস্ট এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়।
বিপুল কর্মকাণ্ডে দিনে ৫০০ কোটির বেশি অনুসন্ধানের জবাব দেয় গুগল সার্চ, ডেটা সেন্টারে চলে এক মিলিয়ন সার্ভার। ২৫ বছরেই গুগল হয়ে উঠেছে সবচেয়ে বেশি ব্যবহারকারী ওয়েবসাইট। জন্মদিন উপলক্ষ্যে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল ইন্ডিয়া।
Looking back at some birthday doodles as we look forward to celebrating our 25th birthday tomorrow 🥹🎂#GoogleDoodle pic.twitter.com/htqszNy5da
— Google India (@GoogleIndia) September 26, 2023
গুগলের জন্মদিনে ঘিরে শুভেচ্ছার বন্যা বিশ্বজুড়ে।বিভিন্ন সংস্থার পাশাপাশি ভারতীয় বংশদ্ভুত সুন্দর পিচাইয়ের নেতৃত্বে থাকা এই সংস্থাকে শুভেচ্ছা জানিয়েছে নেটিজেনরা।সমস্ত গুগল ব্যবহারকারীকে শুভেচ্ছা জানিয়েছেন পিচাইও।
Happy 25th birthday @Google! 🎂 Thanks to everyone who uses our products and challenges us to keep innovating and to all Googlers! pic.twitter.com/bO3cI0DgvZ
— Sundar Pichai (@sundarpichai) September 27, 2023
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ