ফের এক নম্বরে জায়গা করে নিল ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি
খোশখবর ডেস্কঃ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ফের এক নম্বরে জায়গা করে নিল ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি।টাইমস হায়ার এডুকেশন সর্বশেষ যে গ্লোবাল ইউনিভার্সিটি র্যাঙ্কিং প্রকাশ করেছে তাতে প্রথমেই স্থান পেয়েছে এই বিশ্ববিদ্যালয়।শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্প আয়/পেটেন্ট – এই পাঁচটি সূচকের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানগুলিকে এই স্থান দেওয়া হয়।statista.com এই তথ্য দিয়েছে।

এই তালিকার প্রথম ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধিকাংশই দখল করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য।শীর্ষ ২০তে শুধুমাত্র সুইজারল্যান্ড, চিন এবং সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ