গোটা বিশ্বের নজর কাড়ছে দিল্লির আইটিপিও কমপ্লেক্স
খোশখবর ডেস্কঃ ভারতে জি২০ সম্মেলন ঘিরে সেজে উঠেছে রাজধানী দিল্লি।কড়া নিরাপত্তায় শহরকে মুড়ে ফেলার পাশাপাশি স্থান পেয়েছে শিল্পকলা, স্থাপত্য। আলোকমালায় সেজে উঠেছে শহর।গোটা বিশ্বের নজর কাড়ছে দিল্লির পুনর্নির্মিত ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের আইটিপিও কমপ্লেক্স।এটি এখন ভারতের বৃহত্তম এমআইসিই (মিটিং,সম্মেলন, প্রদর্শনী) কেন্দ্র।জার্মানির হ্যানোভার এক্সিবিশন সেন্টার,সাংহাইয়ের ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারের মত ১০ টি সেরা প্রদর্শনী এবং কনভেনশন কমপ্লেক্সের মধ্যে জায়গা করে নিয়েছে এই এই কেন্দ্র।
জি২০ ব্যাপারটা কী? কাজই বা কী? জেনে নিন এক ঝলকে।
বিশ্বমানের ইভেন্টগুলি হোস্ট করার জন্য এক কদম এগিয়ে গেল ভারত।আইটিপিও কমপ্লেক্সের মধ্যেই থাকবে নানা প্রদর্শনী।থাকবে ডিজিটাল ইন্ডিয়ার নানা দিক।যেমন আধার, ডিজি লকার, ইউপিআই, ই- সঞ্জিবনী, দিক্ষা, ভাষিনী, ওএনডিসি ইত্যাদি। এতবড় ইভেন্ট চলা কালে কেমন করে কাজ করবে গোটা G20 শীর্ষ সম্মেলনের অফিস সেটাই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন G20India চিফ কো-অর্ডিনেটর হর্স ভি শ্রিংলা।এক্স(টুইটার) সোশ্যাল মিডিয়া থেকে সেটাই পাঠকদের জন্য তুলে আনল ‘খোশখবর’। দেখুন সেই ভিডিও।
বিশ্বমানের ইভেন্টগুলি হোস্ট করার জন্য এক কদম এগিয়ে গেল ভারত।আইটিপিও কমপ্লেক্সের মধ্যেই থাকবে নানা প্রদর্শনী।থাকবে ডিজিটাল ইন্ডিয়ার নানা দিক।যেমন আধার, ডিজি লকার, ইউপিআই, ই- সঞ্জিবনী, দিক্ষা, ভাষিনী, ওএনডিসি ইত্যাদি। এতবড় ইভেন্ট চলা কালে কেমন করে কাজ করবে গোটা G20 শীর্ষ সম্মেলনের অফিস সেটাই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন G20India চিফ কো-অর্ডিনেটর হর্স ভি শ্রিংলা।এক্স(টুইটার) সোশ্যাল মিডিয়া থেকে সেটাই পাঠকদের জন্য তুলে আনল ‘খোশখবর’। দেখুন সেই ভিডিও।
Get a sneak peek into the delegation offices at the #G20 Summit!
— G20 India (@g20org) September 7, 2023
Here’s an exclusive preview by #G20India Chief Coordinator @harshvshringla. pic.twitter.com/r1s3WGPdS2
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ