খোশখবর ডেস্কঃ বিশ্বের শীর্ষ অর্থনীতির ২০ সদস্যের গোষ্ঠীতে স্থায়ী সদস্য হিসেবে জায়গা পেল আফ্রিকান ইউনিয়ন।দিল্লিতে জি২০-র শীর্ষ সম্মেলনে শুরুতে একথা ঘোষণা করেন গোষ্ঠীর বর্তমান সভাপতি তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বসম্মতিক্রমেই আফ্রিকান ইউনিয়নকে জি২০ গোষ্ঠীতে যুক্ত করা হয়।
জি২০ গোষ্ঠীর অন্তর্গত দেশগুলি বিশ্বের মোট ডিজিপির ৮৫ শতাংশের অংশীদার। তাছাড়া বিশ্ব বাণিজ্যের ৭৫ শতাংশ এই দেশগুলির নিয়ন্ত্রণে।এই পরিস্থিতিতে আফ্রিকান ইউনিয়ন জি২০ গোষ্ঠীতে অন্তর্ভুক্ত হওয়ায় বিশ্ব সমীকরণে পরিবর্তন আসতে চলেছে।জি২০ তে ইউরোপীয় ইউনিয়নের পরে স্থায়ী সদস্য হওয়া দ্বিতীয় আঞ্চলিক ব্লকে পরিণত হল এইউ।ফলে আফ্রিকান ইউনিয়ন যুক্ত হওয়ায় জি২০তে মোট সদস্যের সংখ্যা দাঁড়াল ২১।Honoured to welcome the African Union as a permanent member of the G20 Family. This will strengthen the G20 and also strengthen the voice of the Global South. pic.twitter.com/fQQvNEA17o
— Narendra Modi (@narendramodi) September 9, 2023
১. আর্জেন্টিনা
২. অস্ট্রেলিয়া
৩. ব্রাজিল
৪. কানাডা
৫. চিন
৬. ফ্রান্স
৭. জার্মানি
৮. ভারত
৯. ইন্দোনেশিয়া
১০. ইতালি
১১. জাপান
১২. মেক্সিকো
১৩. রিপাবলিক অফ কোরিয়া
১৪. রাশিয়া
১৫. সৌদি আরব
১৬. দক্ষিণ আফ্রিকা
১৭. তুরস্ক
১৮. যুক্তরাজ্য
১৯. মার্কিন যুক্তরাষ্ট্র
২০. ইউরোপীয় ইউনিয়ন
২১. আফ্রিকান ইউনিয়ন
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ