আমস্টারডামের খাল থেকে বিপুল সংখ্যায় সাইকেল উদ্ধারই গড়েছে গিনেস রেকর্ড
খোশখবর ডেস্কঃ নেদারল্যান্ডসের আমস্টারডামের বাসিন্দাদের সাইকেল প্রীতির কথা গোটা বিশ্বের মানুষই জানে।একটা সময় এই শহরকেই বিশ্বের সাইকেল রাজধানী বলা হত। এখন সাইকেল বন্ধু হিসেবে আমস্টারডামের সুখ্যাতি কেড়ে নিয়েছে ইউরোপের অনান্য শহর।এই তালিকায় প্রথম স্থানে আছে নেদারল্যান্ডসের ইউট্রাক্ট, জার্মানির মুন্সট্রাক্ট,ডেনমার্কের কোপেনহেগেন ইত্যদি শহর।তবে একটা বিষয়ে এই সব শহরের থেকে এগিয়ে আমস্টারডাম।তা হল সাইকেল চুরি।আর এই সব চুরি যাওয়া সাইকেলের অনেকটা পাওয়া যায় শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া বিভিন্ন খাল থেকে।খাল থেকে বিপুল সংখ্যায় সাইকেল উদ্ধারই গড়েছে গিনেস রেকর্ড।Jawad Virk নামের এক নেটিজেন এক্স সোশ্যাল মিডিয়ায় খাল থেকে সাইকেল তোলার ছবি দিয়েছে।
প্রতি বছর, নেদারল্যান্ডসের আমস্টারডামের খাল থেকে ১২০০০ থেকে ১৫০০০ সাইকেল উদ্ধার করা হয়। শহর কর্তৃপক্ষ একটি বার্জে বসানো ক্রেনের সাহায্যে সাইকেলগুলো উদ্ধার করে।সংগৃহীত সাইকেলগুলো স্ক্র্যাপ মেটাল হিসাবে বিক্রি করা হয় বা মেরামত করা হয়।যদিও এই শহরে মানুষের কাছে যত সাইকেল আছে তার তুলনায় এটা কিছুই নয়। ২০১৫ সালের হিসেব বলছে আমস্টারডামের বাসিন্দাদের আনুমানিক ৮৪৭,০০০ টি সাইকেল আছে।প্রতি পরিবারে আছে গড়ে ১.৯১টি সাইকেল।Cleaning procedure of Canals in Amsterdam #Amsterdam #canalcity pic.twitter.com/8uLYLGEmWf
— Jawad Virk (@jawadvirk19) September 18, 2023
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ