কৃত্রিম বুদ্ধিমত্তা - যা একজন শিল্পীর কল্পনাকে নতুন অস্ত্র যুগিয়েছে
খোশখবর ডেস্কঃ শিল্পীর কল্পনার কোনও সীমা থাকতে পারে না,এখন তার সঙ্গে যোগ হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা - যা একজন শিল্পীর কল্পনাকে নতুন অস্ত্র যুগিয়েছে। আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স প্রযুক্তিকে কাজে লাগিয়ে এখন অনেকেই বাস্তবের সঙ্গে কল্পনাকে মিশিয়ে রূপ দিচ্ছে অত্যাশ্চর্য শিল্পকর্মের – যা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্র হয়ে উঠছে।
'খোশখবর'এ পড়ুন জ্ঞান বিজ্ঞানের নানা খবর
যেমন 'সুরিয়াল এস্টেট' – মুম্বাইয়ের বিল্ডিংগুলি বাতাসে ভাসলে কেমন হবে তারই ছবি এঁকেছেন প্রতীক অরোরা নামের এক ডিজিটাল নির্মাতা। ছবিগুলি মিডজার্নি ব্যবহার করে তৈরি করা হয়েছে।মুম্বাইয়ের মত শহরে যে হারে বাসস্থানের সঙ্কট বাড়ছে তাতে বাতাসে ভাসা বিল্ডিং হলে ক্ষতি কী? আজ যা শিল্পীর কল্পনায় তা ভবিষ্যতে তো বাস্তবে রূপ পেতেই পারে।
যেমন 'সুরিয়াল এস্টেট' – মুম্বাইয়ের বিল্ডিংগুলি বাতাসে ভাসলে কেমন হবে তারই ছবি এঁকেছেন প্রতীক অরোরা নামের এক ডিজিটাল নির্মাতা। ছবিগুলি মিডজার্নি ব্যবহার করে তৈরি করা হয়েছে।মুম্বাইয়ের মত শহরে যে হারে বাসস্থানের সঙ্কট বাড়ছে তাতে বাতাসে ভাসা বিল্ডিং হলে ক্ষতি কী? আজ যা শিল্পীর কল্পনায় তা ভবিষ্যতে তো বাস্তবে রূপ পেতেই পারে।
কল্পনা হলেও ছবিগুলোকে দিব্যি পছন্দ হয়েছে নেটিজেনদের।অনেকেই ব্যাপারটাকে 'কুল' এবং 'অসাধারণ' বলে উল্লেখ করেছে।
তথ্যসূত্রঃ ndtv.com
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ