রোভার ল্যান্ডারের পেটের ভেতর থেকে চন্দ্রপৃষ্টে নেমে আসছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছে ইসরো।
খোশখবর ডেস্কঃ বুধবার সন্ধ্যায় চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণ করে ইতিহাস সৃষ্টি করেছে।ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের সমস্ত হিসেব মেনে পরিকল্পনা মাফিক এগিয়েই চাঁদে অবতরণ করেছে ল্যান্ডার।চাঁদের মাটিতে নেমেই কাজ শুরু করে দেয় ল্যান্ডার বিক্রম।পাঠায় স্টিল ছবি।এবার বেঙ্গালুরুতে মহাকাশ বিজ্ঞানীদের কন্ট্রোল রুমে ভিডিও পাঠাল বিক্রম।তাতে দেখা যাচ্ছে রোভার ল্যান্ডারের পেটের ভেতর থেকে চন্দ্রপৃষ্টে নেমে আসছে।সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছে ইসরো।
টুইটে(বর্তমানে এক্স) ভিডিওটি শেয়ার করে ISRO লিখেছে, চন্দ্রযান৩-এর রোভার এইভাবে ল্যান্ডার থেকে চন্দ্রপৃষ্ঠে নেমে এসেছে।বিক্রম যখন ভিডিও তুলছে তখন তার প্রায় শামুকের গতি।বুধবার সন্ধ্যা ৬.০৪ মিনিটে চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে নামে।এর প্রায় ৪ ঘন্টা পরে, প্রজ্ঞান রোভারটি বেরিয়ে আসে।... ... and here is how the Chandrayaan-3 Rover ramped down from the Lander to the Lunar surface. pic.twitter.com/nEU8s1At0W
— ISRO (@isro) August 25, 2023
ভারতীয় মহাকাশ সংস্থার প্রকাশিত রঙিন ভিডিওতে দেখা গেছে যে প্রজ্ঞান রোভারের সৌর প্যানেল সূর্যের আলো পাচ্ছে এবং রোভারের একটি সুন্দর ছায়াও চন্দ্র পৃষ্ঠে দেখা গেছে। পাশাপাশি বিক্রম এমন একটি জায়গায় অবতরণ করেছে যা তুলনামূলকভাবে সমতল বলে মনে হচ্ছে।এর ফলে প্রজ্ঞানকে তার মুনওয়াক করার সুযোগ পাবে।বিক্রমকে এমন সময়ে চাঁদে অবতরণ করানো হয়েছে যাতে ১৪ দিন ধরে সেটি সূর্যালোক পাবে। ইতিমধ্যে বৈজ্ঞানিক পরীক্ষা শুরু করে দিয়েছে প্রজ্ঞান।
তথ্যঃ ndtv.com
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ