বিশ্বে বাঁহাতিদের সংখ্যাটা যে ঠিক কত তা বলাটা একেবারেই সোজা নয়
খোশখবর ডেস্কঃ আমাদের দেশ হোক বা বিদেশ বাঁহাতিদের বিচরণ সর্বত্র আর বিখ্যাত বাঁহাতিদের সংখ্যাটা মোটেও কম নয়। কিন্তু এই পৃথিবীতে বাঁহাতিদের সংখ্যা কত? ব্যাপারটা হল এই বিশ্বে বাঁহাতিদের সংখ্যাটা যে ঠিক কত তা বলাটা একেবারেই সোজা নয়। বিজ্ঞানীরা একটা হিসেব কষে বলেছেন যে পৃথিবীর জনসংখ্যার প্রায় ১০ শতাংশ হল বাঁহাতি।
তবে কোনও কোনও পরিসংখ্যানে বলা হয় পৃথিবীর ১২ থেকে ১৫ শতাংশ মানুষ লেফট হ্যান্ডার্স। তবে টুইটারে Fact Protocol@FactProtocol [ টুইটার(এক্স)অ্যাকাউন্ট] এর তথ্য বলছে শতাংশের হিসেবে নেদারল্যান্ডে সবচেয়ে বেশি বাঁহাতি মানুষের বাস। নেদারল্যান্ডে ১৩.২৩% মানুষ বাঁহাতি। এর পরেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা।ভারতের মোট জনসংখ্যার ৫.২০% মানুষ বাঁহাতি।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ