ল্যান্ডারের পাঠানো ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ইসরো।টুইটারে(এক্স) লেখা হয়েছে Ch-৩ ল্যান্ডার এবং MOX-ISTRAC, বেঙ্গালুরু-এর মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়েছে। এখানে অবতরণের সময় তোলা ল্যান্ডারের ক্যামেরার ছবিগুলি রয়েছে৷
এরপরেই অবতরণের পর ল্যান্ডিং ইমেজার ক্যামেরার ছবি শেয়ার করেছে ইসরো।এতে যেখানে ল্যান্ডার নেমেছে সেই সাইটের একটি অংশ দেখা গেছে। ল্যান্ডারের পা এবং তার সঙ্গে তার ছায়াও দেখা গেছে। চন্দ্রযান-৩ এর ল্যান্ডার নামার জন্য চন্দ্রপৃষ্ঠে অপেক্ষাকৃত সমতল অঞ্চল বেছে নিয়েছে।Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 23, 2023
Updates:
The communication link is established between the Ch-3 Lander and MOX-ISTRAC, Bengaluru.
Here are the images from the Lander Horizontal Velocity Camera taken during the descent. #Chandrayaan_3#Ch3 pic.twitter.com/ctjpxZmbom
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ