একনজরে

10/recent/ticker-posts

Lander Lunar Image অবতরণ করেই কাজ শুরু বিক্রমের,বেঙ্গালুরু কেন্দ্রে আসা ছবি প্রকাশ করল ইসরো


চাঁদের মাটিতে নেমেই কাজ শুরু করে দিয়েছে ল্যান্ডার বিক্রম। পাঠিয়েছে ছবি।

খোশখবর ডেস্কঃ ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের সমস্ত হিসেব মেনে পরিকল্পনা মাফিক এগিয়েই চাঁদে অবতরণ করেছে ল্যান্ডার। বিক্রমকে নিরাপদে অবতরণ করিয়ে ইতিহাস তৈরি করেছেন বিজ্ঞানীরা।ইসরোর এই সাফল্যে উচ্ছসিত গোটা দেশ।তবে দেশ জয়ের আনন্দে মাতলেও ইসরোর বিজ্ঞানীদের নতুন করে কাজ শুরু হল বললে অত্যুক্তি হয় না।কারণ চাঁদের মাটিতে নেমেই কাজ শুরু করে দিয়েছে ল্যান্ডার বিক্রম।পাঠিয়েছে ছবি। তার পাঠানো তথ্য বিশ্লেষণ করেই সূর্যের ঘর-সংসার ও মহাকাশ নিয়ে অনেক তথ্য জানতে পারবেন ভারতীয় বিজ্ঞনীরা।

ল্যান্ডারের পাঠানো ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ইসরো।টুইটারে(এক্স) লেখা হয়েছে Ch-৩ ল্যান্ডার এবং MOX-ISTRAC, বেঙ্গালুরু-এর মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়েছে। এখানে অবতরণের সময় তোলা ল্যান্ডারের ক্যামেরার ছবিগুলি রয়েছে৷
এরপরেই অবতরণের পর ল্যান্ডিং ইমেজার ক্যামেরার ছবি শেয়ার করেছে ইসরো।এতে যেখানে ল্যান্ডার নেমেছে সেই সাইটের একটি অংশ দেখা গেছে। ল্যান্ডারের পা এবং তার সঙ্গে তার ছায়াও দেখা গেছে। চন্দ্রযান-৩ এর ল্যান্ডার নামার জন্য চন্দ্রপৃষ্ঠে অপেক্ষাকৃত সমতল অঞ্চল বেছে নিয়েছে। 


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code