খোশখবর ডেস্কঃ সাফল্যের পথে এগিয়ে চলেছে চন্দ্রযান-৩।গত ৫ আগস্ট চন্দ্রযান-৩ সফলভাবে চন্দ্রের কক্ষপথে প্রবেশ করেছে। এবার ল্যান্ডার বিক্রমের চাঁদের পিঠে সফল অবতরণের অপেক্ষা। ক্রমশ কক্ষপথ ছোট করতে করতে চাঁদের কাছাকাছি এগিয়ে চলেছে সে। তার আগেই ল্যান্ডারের তোলা ইমেজ সোশ্যাল মিডিয়া X ( আগে টুইটার নামে পরিচিত)-এ শেয়ার করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।নতুন ছবিগুলোতে ইসরো এডিংটন, অ্যারিস্টার্কাস এবং পিথাগোরাসের সঙ্গে ওশেনাস প্রোসেলারাম (Ocean of Storms),চন্দ্রপৃষ্ঠের বৃহৎ অন্ধকার সমভূমিগুলির মধ্যে একটি গর্ত চিহ্নিত করেছে। Oceanus Procellarum হল চাঁদের বুকে থাকা সমুদ্র’গুলির মধ্যে বৃহত্তম।এটি চাঁদের উত্তর-দক্ষিণ অক্ষ জুড়ে ২৫০০ কিলোমিটারেরও বেশি চওড়া এবং প্রায় ৪,০০০,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত।
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 10, 2023
🌎 viewed by
Lander Imager (LI) Camera
on the day of the launch
&
🌖 imaged by
Lander Horizontal Velocity Camera (LHVC)
a day after the Lunar Orbit Insertion
LI & LHV cameras are developed by SAC & LEOS, respectively https://t.co/tKlKjieQJS… pic.twitter.com/6QISmdsdRS
গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান-৩কে।এটি ২৩শে অগস্ট চাঁদে সফল অবতরণ করবে বলে আশা বিজ্ঞানীদের। চন্দ্রযান - ৩ মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং রাশিয়ার পরে ভারতই চতুর্থ দেশ হতে চলেছে যাদের মহাকাশযান চাঁদের পিঠে নামবে। তবে সফল হলে চাঁদের দক্ষিণ মেরুতে অভিযানের ক্ষেত্রে ভারতই হবে প্রথম দেশ।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ