একনজরে

10/recent/ticker-posts

Chandrayaan3 lands successfully কোন কোন ধাপ পেরিয়ে চাঁদে গেল ভারত, দেখে নিন একঝলকে ।


ইতিহাস তৈরি করলেন ভারতের মহাকাশ বিজ্ঞানীরা

খোশখবর ডেস্কঃ চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রম ল্যান্ডারকে নিরাপদে অবতরণ করিয়ে ইতিহাস তৈরি করলেন ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের সমস্ত হিসেব মেনে পরিকল্পনা মাফিক এগিয়েই চাঁদে অবতরণ করেছে ল্যান্ডার। তবে চাঁদে নামার শেষ প্রায় ২০মিনিট বা ১১৩৯ সেকেন্ড ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ও রুদ্ধশ্বাস মুহূর্ত।
বুধবার সন্ধ্যায় ইসরো নির্ধারিত সময়ে চাঁদের বুকে নরম অবতরণ করার দৃশ্যের সাক্ষী থেকেছে গোটা দেশ।ভারতের এই মহাকাশ অভিযানে নজর রেখেছে গোটা পৃথিবীর মহাকাশ বিজ্ঞানীরাও।একঝলকে দেখে নেওয়া যাক ভারতের চন্দ্রযান ৩ এর গুরুত্বপূর্ণ ধাপগুলো।

যেভাবে চাঁদে গেল চন্দ্রযান ৩,দেখুন টাইমলাইন  


১১ জুলাই, ২০২৩

চন্দ্রযান-৩ উৎক্ষেপণের রিহার্সাল সম্পূর্ণ । মহাকাশে চাঁদের দেশে যাওয়ার প্রস্তুতি সারা।


১৪ জুলাই, ২০২৩

LVM3 M4 সফলভাবে কক্ষপথে চন্দ্রযান-৩কে উৎক্ষেপণ করে। চন্দ্রযান-৩, তার সুনির্দিষ্ট কক্ষপথে, চাঁদে যাত্রা শুরু করে।ইসরো জানায় মহাকাশযানের অবস্থা স্বাভাবিক ।


১৫ জুলাই,২০২৩

প্রথম কক্ষপথে প্রবেশ (আর্থবাউন্ড ফায়ারিং-১) সফল। ISTRAC/ISRO বেঙ্গালুরু থেকেই নিয়ন্ত্রিত। মহাকাশযানের অবস্থান ৪১৭৬২ কিমি x ১৭৩ কিমি কক্ষপথে ।

১৭ জুলাই ২০২৩

দ্বিতীয় কক্ষপথে প্রবেশ সফল। চন্দ্রযান-৩ মহাকাশযানটির অবস্থান ৪১৬০৩ কিমি x২২৬ কিমি কক্ষপথে ।

২২ জুলাই,২০২৩

চতুর্থ কক্ষপথ-উত্থাপন কৌশল (পৃথিবী-বাউন্ড পেরিজি ফায়ারিং) সম্পন্ন হয়। মহাকাশযানটির অবস্থান ৭১৩৫১ কিমি x ২৩৩ কিমি কক্ষপথে।


২৫ জুলাই, ২০২৩

২৫ জুলাই, ২০২৩ তারিখে কক্ষপথ-উত্থাপনের কৌশল সম্পাদিত। পরবর্তী ফায়ারিং (ট্রান্সলুনার ইনজেকশন), ১ আগস্ট, ২০২৩-এর জন্য পরিকল্পনা করা হয়।

১লা অগস্ট, ২০২৩

মহাকাশযানটি ট্রান্সলুনার কক্ষপথে প্রবেশ করানো হয়। কক্ষপথ হল ২৮৮ কিমি x৩৬৯৩২৮ কিমি। Lunar-Orbit Insertion (LOI) ৫ অগাস্ট,২০২৩ এর জন্য পরিকল্পনা করা হয়।

৫ অগস্ট, ২০২৩

চন্দ্রযান-৩ সফলভাবে চন্দ্রের কক্ষপথে প্রবেশ করানো হয়। যে কক্ষপথে চন্দ্রযান ঘুরবে তা হল ১৬৪ কিমি x ১৮০৭৪ কিমি।


৬ অগস্ট,২০২৩

LBN#2 সফলভাবে সম্পন্ন৷ভারতের চন্দ্রযান চাঁদের চারপাশে ১৭০ কিমি x ৪৩১৩ কিমি কক্ষপথে ঘুরছে ।

৯ অগস্ট,২০২৩

চন্দ্রযান-৩ এর কক্ষপথ করা হল ১৭৪ কিমি x ১৪৩৭ কিমি।ভারতের মিশন সঠিক পথেই।


১৪ অগস্ট,২০২৩

প্রায় বৃত্তাকার পথে চন্দ্রযান।মিশনটি কক্ষপথের সার্কুলারাইজেশন পর্যায়ে। মহাকাশযান ১৫১ কিমি x ১৭৯ কিমি কক্ষপথে।

১৬ অগস্ট,২০২৩

১৬ অগস্ট, ২০২৩-এ ফায়ারিংয়ের পর মহাকাশযানটি ১৫৩ কিমি x ১৬৩ কিমি কক্ষপথে।

১৭ অগস্ট,২০২৩

ল্যান্ডার মডিউল সফলভাবে প্রপালশন মডিউল থেকে আলাদা করা হল। ১৮ আগস্ট, ২০২৩-এর জন্য ডিবুস্টিং পরিকল্পনা করা হয়।


১৯ অগস্ট,২০২৩

ল্যান্ডার মডিউলটি চাঁদের চারপাশে ১১৩ কিমি x ১৫৭ কিমি কক্ষপথে। দ্বিতীয় ডি-বুস্টিং ২০ আগস্ট,২০২৩ এর জন্য পরিকল্পনা করা হল।

২০ অগস্ট,২০২৩

ল্যান্ডার মডিউলটি ২৫ কিমি x ১৩৪ কিমি কক্ষপথে।অর্থাৎ চাঁদের থেকে চন্দ্রযানের ল্যান্ডারের দূরত্ব ২৫ কিলোমিটার। ২৩ আগস্ট, ২০২৩-এ ল্যান্ডার চাঁদে নামতে পারবে বলে আশা।


২৩ অগস্ট,২০২৩

সঠিক সময়ে নিরাপদে চাঁদের দক্ষিণমেরুতে ল্যান্ডার বিক্রমকে অবতরণ করিয়ে ইতিহাস তৈরি করল ভারত। কারণ এর আগে কোনও দেশ চাঁদের দক্ষিণমেরুতে পৌঁছোতে পারেনি।তবে চাঁদে সফল ভাবে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় আমেরিকা, রাশিয়া এবং চিনের পরেই চতুর্থ দেশ হিসেবে নিজের নাম লেখাল ভারত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code