১০০ ব্রিটিশ অর্কেস্ট্রা শিল্পীকে নিয়ে ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন
খোশখবর ডেস্কঃ দেশের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ১০০ ব্রিটিশ অর্কেস্ট্রা শিল্পীকে নিয়ে ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করে চমকিত করলেন বিখ্যাত মিউজিক কম্পোজার রিকি কেজ।তিনবার গ্র্যামি পুরষ্কার জয়ী এই ভারতীয় কম্পোজার ও পরিবেশ আন্দোলনের কর্মী তাঁর টুইটার (এক্স) পোস্টে লিখেছেন, “কয়েকদিন আগে, আমি লন্ডনের কিংবদন্তি অ্যাবে রোড স্টুডিওতে ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য ১০০জন ব্রিটিশ অর্কেস্ট্রা শিল্পীর, দ্য রয়্যাল ফিলহারমনিক অর্কেস্ট্রা পরিচালনা করেছি। এটি ভারতের জাতীয় সঙ্গীত রেকর্ড করার জন্য সর্বকালের বৃহত্তম অর্কেস্ট্রা এবং দৃশ্যত বেশ উপভোগ্য। শেষে "জয় হে" আমাকে উজ্জীবিত করেছে। একজন ভারতীয় সুরকার হিসেবে দারুণ অনুভব করেছি। আমি এই স্বাধীনতা দিবসে এই ঐতিহাসিক রেকর্ডিংটি আপনাদের প্রত্যেকের সঙ্গে শেয়ার করছি – এটি সম্মানের সঙ্গে ব্যবহার করুন, শেয়ার করুন, দেখুন। এটি এখন আপনার। জয় হিন্দ।” ইংরেজদের কাছ থেকে লড়াই করে ছিনিয়ে নেওয়া স্বাধীনতার এমন উদযাপনে রিকি কেজের এই ১০০জন ব্রিটিশ অর্কেস্ট্রা টিমকে সামিল করানোর মত কাজকে বিপুল বাহবা দিচ্ছেন সাধারণ নেটিজেন থেকে হুজ’হুরা।
টুইটারে শশী থারুর লিখেছেন - স্বাধীনতাদিবস উদযাপনের কী চমৎকার উত্তর-ঔপনিবেশিক উপায়! সাবাশ – রিকি কেজ, আপনি আমাদের গর্ব।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ