একনজরে

10/recent/ticker-posts

All is well? কী করে বুঝবেন আপনি ভাল আছেন? জানুন ১০টি লক্ষণ


কোনও ব্যক্তি বিপুল রোজগার করলেও তিনি অসুখী হতে পারেন

 খোশখবর ডেস্কঃ ভাল থাকা ব্যাপারটা অধিকাংশ ক্ষেত্রেই একজন ব্যক্তির নিজস্ব বা পারিপার্শিক ভাবনার উপর নির্ভর করে সুখ হল  ব্যক্তিগত মানসিক এবং ভাবনামূলক অবস্থাএর সঙ্গে প্রাকৃতিক, মানবিক, সামাজিক, অর্থনৈতিক এবং আধ্যাত্মিক কারণ জড়িয়ে থাকে। 




অনেকের রোজগার সামান্য হলেও তিনি ভাল থাকতে পারেন আবার কোনও ব্যক্তি বিপুল রোজগার করলেও তিনি অসুখী হতে পারেনঅর্থাৎ আপনি যদি অল্পে খুশি হন তাহলে পরিবার এবং বন্ধুবান্ধবের  সঙ্গে সুসময়  কাটিয়ে সুন্দর  জীবনযাপন করতে পারেন।  


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code