একনজরে

10/recent/ticker-posts

US Independence Day Fireworks স্বাধীনতা দিবসে কত বাজি পোড়াল আমেরিকা, ভিডিও দেখলে চমকে যাবেন।

আতশবাজির খেলা দেখছেন বাইডেন মার্কিন ফার্স্ট লেডি
 (ছবি সৌজন্য - টুইটার

খোশখবর ডেস্কঃ সদ্য স্বাধীনতা দিবস পালন করল জো বাইডেনের দেশ।বিভিন্ন রঙিন অনুষ্ঠানের পাশাপাশি আকাশজুড়ে ছিল আতশবাজির উত্সব।কিন্তু পরিবেশ দূষণ নিয়ে এই দুশ্চিন্তার সময়ে কত বাজি পোড়াল আমেরিকা? এই সংখ্যা নিয়ে স্পষ্ট কোনও তথ্য হাতে না এলেও মাসিমো তাদের টুইটার হ্যান্ডেলে বাজি পোড়ানোর ভিডিও শেয়ার করেছে।এটি ৪ জুলাই রাতে LAX লস এঞ্জেলেস বিমানবন্দরে অবতরণের সময় উপর থেকে তোলা হয়েছে।

 এদিকে চিনের সঙ্গে সম্পর্ক নরমে গরমে হলেও আমেরিকার অধিকাংশ বাজি চিন দেশ থেকে আসে বলেই তথ্য দিয়ে জানিয়েছে স্ট্যাটিস্টা।৪ জুলাই ২০২৩-এ প্রকাশ করা তথ্যে স্টাটিস্টা জানাচ্ছে যে রাষ্ট্রসঙ্ঘের কমট্রেড ডেটাবেস অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর (২০২২) ২০৩.৭ মিলিয়ন কিলোগ্রাম আতশবাজি আমদানি করেছে, যার প্রায় ৯৯ শতাংশ বা ২০১.৪ মিলিয়ন কিলোগ্রাম এসেছে চিন দেশ থেকে।আর্থিক হিসেব বলছে মার্কিন যুক্তরাষ্ট্র ২০২২ সালে ৮০৩ মিলিয়ন ডলার মূল্যের আতশবাজি আমদানি করেছে।এর মধ্যে রয়েছে বোতল রকেট, রোমান মোমবাতি এবং ৭৮৬ মিলিয়ন ডলার মূল্যের অন্যান্য আতশবাজি রয়েছে।আনান্য দেশ থেকে আতশবাজি এলেও চিনের তুলনায় তা নগণ্য।


সৌজন্য - Statista daily infographics 

[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code