এদিকে চিনের সঙ্গে সম্পর্ক নরমে গরমে হলেও আমেরিকার অধিকাংশ বাজি চিন দেশ থেকে আসে বলেই তথ্য দিয়ে জানিয়েছে স্ট্যাটিস্টা।৪ জুলাই ২০২৩-এ প্রকাশ করা তথ্যে স্টাটিস্টা জানাচ্ছে যে রাষ্ট্রসঙ্ঘের কমট্রেড ডেটাবেস অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর (২০২২) ২০৩.৭ মিলিয়ন কিলোগ্রাম আতশবাজি আমদানি করেছে, যার প্রায় ৯৯ শতাংশ বা ২০১.৪ মিলিয়ন কিলোগ্রাম এসেছে চিন দেশ থেকে।আর্থিক হিসেব বলছে মার্কিন যুক্তরাষ্ট্র ২০২২ সালে ৮০৩ মিলিয়ন ডলার মূল্যের আতশবাজি আমদানি করেছে।এর মধ্যে রয়েছে বোতল রকেট, রোমান মোমবাতি এবং ৭৮৬ মিলিয়ন ডলার মূল্যের অন্যান্য আতশবাজি রয়েছে।আনান্য দেশ থেকে আতশবাজি এলেও চিনের তুলনায় তা নগণ্য।
Fireworks from above while landing at LAX Los Angeles Airport on 4th of July (watch until the end)
— Massimo (@Rainmaker1973) July 5, 2023
[📹u/bboe: https://t.co/h6LBvms7zk]pic.twitter.com/18Ojl0eXGS
0 মন্তব্যসমূহ