ব্রাত্য হওয়া বা হতে যাওয়া কয়েকটি জিনিষের তালিকা
টেলিভিশন, ক্যামেরা, মানচিত্র/গ্লোব, জিপিএস ডিভাইস, পেজার, ক্যালকুলেটর, রিস্ট ওয়াচ, অ্যালার্ম/টাইমার ঘড়ি, রেডিও,পে ফোন কিয়স্ক, সংবাদপত্র, ক্যালেন্ডার, ভিসিআর/সিডি ডিভিডি, টর্চলাইট, ফটো অ্যালবাম, ম্যাগাজিন, ইয়োলো পেজেস, ভয়েস রেকর্ডার, স্ক্যানার, ওয়াকি টকি, টিভি রিমোট, ট্রান্সলেটর, অভিধান,তাস/লুডো, ডিজিটাল ডায়েরি, ফটোকপিয়ার, অ্যাড্রেস বুক,ভ্রমণ গাইডবুক, পোর্টেবল স্পিকার, এনসাইক্লোপিডিয়া ইত্যাদি।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ