একনজরে

10/recent/ticker-posts

Novak Djokovic records ফ্রেঞ্চ ওপেন জিতে ২৩টি, সর্বাধিক গ্র্যান্ডস্ল্যাম জয়ের ইতিহাস লিখে ফেললেন কিংবদন্তি নোভাক জোকোভিচ


পুরুষদের সিঙ্গলসের ইতিহাসে সর্বাধিক গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজির

খোশখবর ডেস্কঃ লাল সুড়কির টেনিসের কোর্টে ইতিহাস লিখে ফেললেন নোভাক জোকোভিচ।রবিবার ফ্রেঞ্চ ওপেন ২০২৩ –এর ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে সহজে হারিয়ে পুরুষদের সিঙ্গলসের ইতিহাসে সর্বাধিক গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজির গড়লেন। এই নিয়ে সার্বিয়ান তারকা জিতেছেন ২৩টি গ্র্যান্ডস্ল্যাম। পাশাপাশি বিশ্ব টেনিসের ইতিহাসে আরও দুই নায়ক রাফায়েল নাদালের ঝুলিতে ২২টি এবং রাজার ফেডেরারের ২০টি গ্র্যান্ডস্ল্যাম আছে।এদিন বয়স্কতম খেলোয়াড় হিসেবে ফরাসি ওপেন জিতলেন জোকোভিচ।

২৭ ফেব্রুয়ারি, ২০২৩-এ জোকোভিচ ৩৭৮ সপ্তাহ পুরুষদের একক বিশ্বে ১নং জায়গায় থেকে রেকর্ড করেছিলেন। এই জয়ের পরে ফের ফের বিশ্বের ক্রমপর্যায়ে এক নম্বরে উঠে সবথেকে বেশিদিন জায়গা ধরে রাখার রেকর্ড পোক্ত করে নেবেন তা নিশ্চিত। প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিটি গ্র্যান্ডস্ল্যাম কমপক্ষে তিনবার জেতার নজির গড়লেন এই সার্ব তারকা।



জোকোভিচ এখন মোট ৯৩টি ATP ট্যুর ইভেন্ট জিতেছেন এবং একই সময়ে চারটি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জিতেছেন এমন একমাত্র ব্যক্তি।অলিম্পিক সোনার পাশাপাশি তাঁর ঝুলিতে শোভা পাচ্ছে ৩৮টি ATP মাস্টার্স ১০০০ খেতাব।



অন্যদিকে গত শনিবারই প্রতিপক্ষ ক্যারোলিনা মুকোভাকে হারিয়ে ফরাসি ওপেনের ওমেনস সিঙ্গলস জিতে নিয়েছেন ইগা সোয়াটেক। টানা দ্বিতীয় বার ফরাসি ওপেন জিতলেন তিনি। এর আগে ২০২০ সালে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন ইগা। এবার সেই রোলাঁ গারোতেই জয়ী হয়েছেন তিনি।এই নিয়ে মোট চারটি গ্র্যান্ড স্ল্যাম হল পোল্যান্ডের প্লেয়ারের।ওপেন টেনিসে নাওমি ওসাকা ও ইগা সোয়াটেকই একমাত্র টেনিস প্লেয়ার যাঁরা তাঁদের প্রথম চারটি গ্র্যান্ডস্লামের প্রত্যেকটিতেই জয়ী হয়েছেন।

সব ছবি Roland-Garros @rolandgarros টুইটার অ্যাকাউণ্ট থেকে

[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code