নেট দুনিয়ায় একা গুগলই সিংহভাগ ট্রাফিক হাতিয়ে বসে আছে গাছের মগডালে।
খোশখবর ডেস্কঃ ওয়েবসাইট যেমনই হোক না কেন তাতে প্রতিদিন কত মানুষ ভিজিট করছেন তার উপরই নির্ভর করে সেই সাইটের জনপ্রিয়তা ও ব্যবসা।এদিক থেকে গোটা বিশ্বজুড়ে দাদামশাই হয়ে বসে আছে আলফাবেটের সার্চ ইঞ্জিন গুগল। টুইটার প্রোফাইলে ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স- স্ট্যাট ফিডের তথ্য অনুযায়ী ২০২৩ সালের হিসেবে প্রতিমাসে এই সাইটে ভিজিটরের সংখ্যা ৮৩.৯ বিলিয়ন।এর পরেই আছে গুগলের আর এক সংস্থা ইউ টিউব।প্রতিমাসে এই সাইটে ট্রাফিকের সংখ্যা ৩২.৭ বিলিয়ন।৩য় স্থানে আছে মেটার ফেসবুক – যার বিশ্বজোড়া জাল ছড়ানো থাকলেও মাসিক ট্রাফিকের হিসেবে যা ইউ টিউবের প্রায় অর্ধেক, ১৬.৮ বিলিয়ন।
অর্থাৎ নেট দুনিয়ায় একা গুগলই সিংহভাগ ট্রাফিক হাতিয়ে বসে আছে গাছের মগডালে।ইন্টারনেটের দুনিয়ায় ফেসবুক, টুইটার,লিঙ্কডইনের পাশাপাশি জমিয়ে রাজত্ব করছে এক্সভিডিও,পর্ণহাবের মত নীলছবির সাইটও। আছে উইকিপিডিয়ার মত শিক্ষামূলক সাইট, আমাজনের মত বিকিকিনির অনলাইন দোকানও। তবে সব মিলিয়ে গোদা হিসেব ধরলে বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ারই রমরমা সবচেয়ে বেশী।
Image by Gerd Altmann from pixabay.com |
২০২৩ সালে শীর্ষে থাকা ২৫টি ওয়েবসাইট (মাসিক ভিজিটরের নিরিখে)
গুগল - ৮৩.৯ বিলিয়ন
ইউ টিউব – ৩২.৭ বিলিয়ন
ফেসবুক – ১৬.৮ বিলিয়ন
টুইটার – ৬.৪ বিলিয়ন
ইনস্টাগ্রাম – ৬.৩ বিলিয়ন
বাইডু – ৪.৭ বিলিয়ন
উইকিপিডিয়া – ৪.৫ বিলিয়ন
ইয়ানডেক্স - ৩.৩ বিলিয়ন
ইয়াহু – ৩.২ বিলিয়ন
এক্সভিডিও- ২.৯ বিলিয়ন
হোয়াটসঅ্যাপ – ২.৮ বিলিয়ন
পর্নহাব – ২.৬ বিলিয়ন
এক্সএনএক্সএক্স – ২.৩ বিলিয়ন
আমাজন – ২.২ বিলিয়ন
টিকটক – ২.০ বিলিয়ন
লাইভ - ২.০ বিলিয়ন
ওপেন এআই – ১.৮ বিলিয়ন
রেডিট – ১.৭ বিলিয়ন
ডোকোমো – ১.৬ বিলিয়ন
লিঙ্কডইন – ১.৬ বিলিয়ন
নেটফ্লিক্স – ১.৪ বিলিয়ন
অফিস – ১.৪ বিলিয়ন
ইয়াহু ডট কো ডট জেপি – ১.৩ বিলিয়ন
ডিজেন – ১.৩ বিলিয়ন
বিং – ১.২ বিলিয়ন
তথ্যসূত্র - World of Statistics @stats_feed টুইটার প্রোফাইল
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ