ফোর্বসের বার্ষিক হিসেবের তালিকায় বিশ্বের শীর্ষ উপার্জনকারী খেলোয়াড় হিসেবে ১ নম্বরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
খোশখবর ডেস্কঃ কয়েকশো টাকা রোজগার করতে এখনও কালঘাম ছোটে পৃথিবীর বহু মানুষের। সেখানে কিছু ব্যক্তির রোজগার আপনার চোখ কপালে তুলে দেবে।কদিন আগেই পৃথিবীতে সবচেয়ে বেশী আয় করা ক্রীড়াবিদদের নাম প্রকাশ করেছে মার্কিন দেশের বিখ্যাত ফোর্বস পত্রিকা।
ফোর্বসের বার্ষিক হিসেবের তালিকায় বিশ্বের শীর্ষ উপার্জনকারী খেলোয়াড় হিসেবে ১ নম্বরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।এই মুহূর্তে রোনাল্ডো খেলেন সৌদি আরবের ক্লাব আল নাসরে।সেখানে খেলার জন্য বিপুল বেতন পান তিনি।এছাড়া আছে বিজ্ঞাপন ও প্রচার থেকে আয়। হিসেব অনুযায়ী ২০২২ সালে রোনাল্ডোর রোজগার ছিল ১০৯ মিলিয়ন পাউন্ড বা ১৩৬ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা হিসেব করলে দাঁড়ায় ১১২১ কোটি ৫৮ লক্ষ ৩৫ হাজার ৬৮৫ টাকা।
ফোর্বসের হিসেবে আয়ের নিরিখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরই দু নম্বরে আছেন সদ্য বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি।মেসির রোজগার বছরে ১০৪ মিলিয়ন পাউন্ড বা ১৩০ মিলিয়ন মার্কিন ডলার। তৃতীয়স্থানে থাকা এমবাপের মোট আয় একটু কম হলেও তাঁর বেতন মেসি ও রোনাল্ডোর চেয়ে বেশি। রোনাল্ডো আর মেসি বিজ্ঞাপন থেকে আয়ে অনেকটাই আগে।
কার কত আয়( খেলা, বিজ্ঞাপন ও প্রচার মিলিয়ে)
১. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো - ১৩৬ মিলিয়ন ডলার ( খেলা থেকে ৪৬ মিলিয়ন)
২. লিওনেল মেসি - ১৩০ মিলিয়ন ডলার (খেলা থেকে ৬৫ মিলিয়ন)
৩. কিলিয়ান এমবাপে – ১২০ মিলিয়ন ডলার (খেলা থেকে ১০০ মিলিয়ন)
৪. লেব্রন জেমস – ১১৯.৫ মিলিয়ন ডলার (খেলা থেকে ৪৪.৫ মিলিয়ন )
৫. ক্যানেলো আলভারেজ – ১১০ মিলিয়ন ডলার (খেলা থেকে ১০০ মিলিয়ন )
৬. ডাস্টিন জনসন – ১০৭ মিলিয়ন ডলার (খেলা থেকে ১০২ মিলিয়ন)
৭. ফিল মিকেলসন - ১০৬ মিলিয়ন ডলার ( খেলা থেকে ১০৪ মিলিয়ন)
৮. স্টিফেন কারি – ১০০.৪ মিলিয়ন ডলার ( খেলা থেকে ৪৮.৪ মিলিয়ন)
৯. রজার ফেডেরার – ৯৫.১ মিলিয়ন ডলার ( খেলা থেকে ০.১ মিলিয়ন)
১০. কেভিন ডুরান্ট – ৮৯.১ মিলিয়ন ডলার (খেলা থেকে ৪১.১ মিলিয়ন)
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ।তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ