একনজরে

10/recent/ticker-posts

Manchester City win EPL ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ম্যানচেস্টার সিটির



গত ছ’টা মরশুমে পাঁচবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি।


খোশখবর ডেস্কঃ টানা তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগ ঘরে তুলে নিল ম্যানচেস্টার সিটি।একদিন আগেই এই লিগে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালকে নটিংহ্যাম ফরেস্ট হারিয়ে দেওয়ায় অঙ্কের নিয়মে লিগ জিতে যায় পেপ গুয়ার্দিওয়ালার দল।এর ফলে গত ছ’টা মরশুমে পাঁচবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতল সিটি।

তবে শনিবার অঙ্কের নিয়মে লিগ জয় পাকা হয়ে গেলেও রবিবার চেলসির বিরুদ্ধে নিয়মের ম্যাচ খেলে পেপ গুয়ার্দিওয়ালার দল। ঘরের মাঠ ইতিহাদে চেলসিকে ১-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের ট্রফি তুলে নেয় তারা। এই ম্যাচে একমাত্র গোলটি করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা হুলিয়ান আলভারেজ।




একনজরে -

২০০৮ সালে আবু ধাবির শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান ম্যানচেস্টার সিটিকে কিনে নেওয়ার পর থেকে এটি সিটির সপ্তম লিগ মুকুট জয়।

চেলসির সঙ্গে জয়ের ফলে সিটি এই নিয়ে প্রিমিয়ার লিগে টানা ১২ ম্যাচে জয় পেল। ৩৬ ম্যাচ খেলে ৮৮ পয়েন্ট সিটির। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৩৭ ম্যাচ খেলে ৮১।

প্রিমিয়ার লিগ জয়ের পর এবার ট্রেবল সম্পূর্ণ করতে চলেছে সিটি। ৩ জুন এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের এবং এক সপ্তাহ পরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে পেপের দল। এই দুই খেলায় জয় পেলেই ট্রেবল হয়ে যাবে ম্যান সিটির।

ছবিঃ টুইটার থেকে  

[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ।তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code