জাস্টিন ট্রিয়েট, মহিলা পরিচালক হিসেবে তিনি হলেন ৩য় চলচ্চিত্র নির্মাতা যাঁর হাতে উঠল এই সম্মান।
খোশখবর ডেস্কঃ অপরাধ,রহস্য ও তার আইনি গতিপথের জমজমাট গল্পের ডালি সাজিয়ে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে পাম দি’অর বা স্বর্ণপাম জিতে নিলেন পরিচালক জাস্টিন ট্রিয়েট।অ্যানাটমি অফ আ ফল-এর জন্য তাঁকে এই সম্মান প্রদান করা হয়েছে।এবারের কান চলচ্চিত্র উৎসবে ২১টি সিনেমার চুড়ান্ত লড়াইয়ে এই সম্মান জিতে নিয়েছেন জাস্টিন ট্রিয়েট।মহিলা পরিচালক হিসেবে তিনি হলেন ৩য় চলচ্চিত্র নির্মাতা যাঁর হাতে উঠল এই সম্মান।২০২১ সালে মহিলা পরিচালক হিসেবে দ্বিতীয় পাম দি'অর জেতেন ফরাসি নির্মাতা জুলিয়া দুকুরনো।কানের ইতিহাসে মহিলা নির্মাতা হিসেবে ১৯৯৩ সালে প্রথম স্বর্ণপাম জেতেন জেন ক্যাম্পিয়ন।
অন্যান্য ক্ষেত্রে সেরা পুরস্কার
- গ্র্যান্ড প্রিক্স - দ্য জোন অফ ইন্টারেস্টের জন্য জোনাথন গ্লেজার
- সেরা পরিচালক: দ্য পট-অ-ফিউ-এর জন্য ট্রান আন হাং
- সেরা অভিনেত্রী: অ্যাবাউট ড্রাই গ্রাসেসের জন্য মার্ভে ডিজদার
- সেরা অভিনেতা: পারফেক্ট ডেজের জন্য কোজি ইয়াকুশো
- সেরা চিত্রনাট্য: মনস্টারের জন্য ইউজি সাকামোটো
- জুরি পুরস্কার: ফলেন লিভসের জন্য আকি কৌরিসমাকি
- সেরা প্রথম চলচ্চিত্রের জন্য ক্যামেরা দি'অর: ইনসাইড দ্য ইয়েলো কোকুন শেলের জন্য থিয়েন আন ফাম।
ব্যবহৃত ছবি নেওয়া হয়েছে টুইটার থেকে
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ। তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ